প্লাস্টিকের ব্যাগে ভরে একাধিক বাড়ি লক্ষ্য করে থুতু! অজ্ঞাতপরিচয় মহিলাদের খোঁজে শুরু তদন্ত
প্লাস্টিকের ব্যাগে থুতু ফেলে একাধিক বাড়িতে ছুঁড়ছে বেশ কয়েকজন মহিলা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সে ছবি। রাজস্থানের কোটার বল্লভবাড়ি এই ঘটনার সঙ্গে জড়িত মহিলাদের পরিচয় জানা যায়নি। করোনা আবহে তাদের কার্যকলাপ দেখে আঁতকে উঠছেন প্রায় সকলেই।
রাজস্থানের কোটা এলাকার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন মহিলা একটি প্লাস্টিক ব্যাগের ভিতর থুতু ফেলছে। তারপর থুতু ভরতি প্লাস্টিক ব্যাগ একের পর এক বাড়ি লক্ষ্য করে ছুঁড়ছে। কোনও কোনও বাড়ির ভিতরেও ঢুকে গিয়েছে সেই প্লাস্টিক ব্যাগ। স্থানীয়রা বলছেন, “রবিবার সকালে চার-পাঁচজন মহিলা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে ওই এলাকায় আসে। তারাই থুতু প্লাস্টিকের ব্যাগে ভরে বাড়িতে ছোঁড়ে। প্রথমে বুঝতে পারিনি কী ঘটছে। পরে টের পাওয়া মাত্রই বিষয়টি পুলিশকে জানাই।” এ বিষয়ে গুমনপুরার সার্কেল ইন্সস্পেক্টর মনোজ শিকারওয়ার বলেন, “আমরা অভিযোগ পেয়েছি বেশ কয়েকজন মহিলা প্লাস্টিক ব্যাগে থুতু ফেলে বাড়ি বাড়ি ছুঁড়ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। কে বা কারা এই কাজ করল, তা এখনও জানা যায়নি। আমরা তদন্ত করে দেখছি।”
থুতু থেকেই করোনা ছড়াতে হতে পারে বলেই বারবার জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও করোনা আতঙ্কের মাঝে থুতু ছোঁড়ার ঘটনা যে যথেষ্ট আতঙ্কের সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই মহিলাদের থুতু ছোঁড়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকেই আতঙ্ক তৈরি হয়েছে। তাই তড়িঘড়ি এলাকায় স্প্রে করে পুরকর্মীদের পাঠিয়ে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে।
Rajasthan: CCTV cameras capture some women spitting in plastic bags &throwing them in some houses in Vallabhvadi area of Kota despite ban on spitting in public in view of #COVID19. “Area has been sanitised&search is on for accused,” says Gumanpura Circle Inspector Manoj Sikarwar. pic.twitter.com/iCAvNCa0kk
— ANI (@ANI) April 13, 2020
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়