Telegram Group Join Now
WhatsApp Group Join Now


ধোনি ও কোহলি নিয়ে বিস্ফোরক মন্তব্য যুবরাজের, ক্রিকেট দুনিয়া তোলপাড়



ধোনি ও কোহলি নিয়ে বিস্ফোরক মন্তব্য যুবরাজের, ক্রিকেট দুনিয়া তোলপাড় | এখন বাংলা - Ekhon Bengla




নিউজ ডেস্ক : ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং সবসময় চর্চার আলোয় থেকেছেন। বাঁহাতি এই অল রাউন্ডারের ২০১১ সালের বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজের সম্মান পেলেও হঠাৎ করেই হারিয়ে যান ক্রিকেট থেকে। ২০১১ এর বিশ্বকাপের পরেই তাঁর শরীরে বাসা বাঁধে ক্যানসার যা তাঁর কেরিয়ারকে শেষ করে দেয় বলেই মনে করেন অনেকে। তারপরে অনেক চেষ্টা করেও আগের চেনা ফর্মে ফিরতে পারেননি যুবরাজ।




সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সৌরভ গাঙ্গুলি তাঁকে সবসময় সমর্থন করে এসেছেন। তবে সেরকম সমর্থন তিনি পরবর্তীকালে ধোনি বা বিরাটের কাছ থেকে পাননি। যুবরাজ এবং ধোনির মধ্যে চাপা ঠান্ডা লড়াই বার বার সামনে এসেছে। যুবরাজের বাবাও একাধিকবার ধোনিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। যদিও যুবরাজ কখনো সেবিষয়ে মুখ খোলেননি।




তবে ধোনির সঙ্গে যে তাঁর কখনো বিশেষ বনিবনা হয়নি সেকথা বলাই বাহুল্য। তাই এই সাক্ষাৎকারে যুবরাজ ঠারে ঠারে সেই বিষয়টিই যেন বুঝিয়ে দিলেন, সেই সঙ্গে করোনা নিয়ে দেশবাসীকে প্যানিক না হতেও অনুরোধ করেছেন তিনি।




ধোনি ও কোহলি নিয়ে বিস্ফোরক মন্তব্য যুবরাজের, ক্রিকেট দুনিয়া তোলপাড়



এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now