দীর্ঘ ২৫ বছর পর মহৎ উদ্দেশ্যে বেলুড় মঠে সৌরভ গাঙ্গুলি!



দীর্ঘ ২৫ বছর পর মহৎ উদ্দেশ্যে বেলুড় মঠে সৌরভ গাঙ্গুলি | এখন বাংলা - Ekhon Bengla




নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে স্তব্ধ দেশ লকডাউনের ফলে লক্ষনরেখা টানা হয়েছে প্রত্যেকের গৃহে কিন্তু এর ফলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন যারা দিন আনে দিন খাই, হকার বা ছোট ব্যাবসায়ীরা ।পড়েছে মাথায় হাত আয় না থাকলে পেট চলবে কি করে।আর তাদের কথা ভেবেই করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সকলে।সরকার থেকে নানা ভাবে সাহায্য হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে।লকডাউনের ফলে দিন আনে দিন খাওয়া মানুষদের সাহায্য করছেন সরকার।তারই মধ্যে এই সাহায্যের হাত বাড়াতে সামিল হয়েছেন অনেকেই।যেমন 50 লক্ষ অনুদান তুলে দিয়েছেন সচিন তেন্ডুলকর। বাদ যায়নি বলিউড টলিউড স্টারও এমনকি বঙ গাই বা ভুবন বাম ইউটিউবারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।




এবার রাজ্যের গরিব মানুষদের কথা ভেবে এগিয়ে এলেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা ভাইরাস মোকাবিলায় 50 লক্ষ টাকার চাল অসহায় মানুষদের হাতে তুলে দেবেন বলে আগে কথা দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আর তার প্রথম পদক্ষেপ হিসেবে আজ দুপুরে বেলুড় মঠের যান মহারাজ। দেখা করেন সন্ন্যাসীদের সাথে। আর তার সাথে গরীব অসহায় মানুষদের জন্য 2000 কেজি চাল তুলে দেন তিনি।




প্রসঙ্গত প্রয়োজনে ইডেন গার্ডেনস স্টেডিয়ামকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এছাড়াও তিনি জানিয়েছেন বিভিন্ন অনাথ আশ্রমের তিনি অনুদান দেবেন আর এই উদ্যোগ একান্তভাবেই ব্যক্তিগত কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নয়।গোটা বাংলা আবারো এই ঘরের ছেলের মানবিক মুখটি দেখতে পেল।




দীর্ঘ ২৫ বছর পর মহৎ উদ্দেশ্যে বেলুড় মঠে সৌরভ গাঙ্গুলি



এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন