করোনা আতঙ্কের মধ্যেই দিল্লিতে ভূমিকম্প
রবিবার সন্ধ্যেয় দিল্লি এনসিআরে অনুভূত হল মৃদু কম্পন। এদিন রিখটার স্কেলের ৩.৫ মাত্রায় কম্পন হয়েছে বলে জানিয়েছে ইণ্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্মেন্ট(আইএমডি)।
সন্ধ্যে পৌনে ছ’টা নাগাদ এই কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল পশ্চিম দিল্লি। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়