আগামী দু-মাস ভারতে আরো ভয়ানক রূপ নেবে করোনা! স্পষ্ট কারণ জানালো AIMS

আগামী দু-মাস ভারতে আরো ভয়ানক রূপ নেবে করোনা! স্পষ্ট কারণ জানালো AIMS

নিজস্ব সংবাদদাতা : করোনা সংক্রমণে দেশের যা পরিস্থিতি তা আরো ভয়াবহ হতে চলেছে। এমনটাই আশঙ্কা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া-এর। জুন-জুলাই মাসে করোনা আক্রান্তের সংখ্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার গুলেরিয়া একটি সংবাদমাধ্যমকে বলেন, “দেশ ও দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সময়ে যেকোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। পরিস্থিতি আরও খারাপের দিকে এগোতে চলেছে। তাই লকডাউনের মেয়াদ আরো বাড়ানো প্রয়োজন। যেকোনো রকম পরিস্থিতি মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সরকারকে।

এর পাশাপাশি সংক্রমণের হার কিভাবে কমানো যায় সেদিকেও নজর রাখতে হবে।” ভারতের করোনা সংক্রমণের সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই করছে (৫৯,৬৬২) এবং মৃতের সংখ্যা ১৭৮৩। মে মাস পড়ার পর থেকে প্রতিদিন রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের হার। দেশজুড়ে লকডাউন জারি রেখেও কোনভাবে ঠেকানো যাচ্ছেনা সংক্রমন। ২৪ শে মার্চ অর্থাৎ যেদিন থেকে দেশজুড়ে লকডাউন জারি করা হয় সেই সময়ে দেশে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৬০০ এবং মৃতের সংখ্যা ছিল ১৩। কিন্তু লকডাউনের ৪৩ দিনের মাথায় দেখা গিয়েছে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজারেরও বেশি।

এই পরিসংখ্যান নজরে আসার পরেই আশঙ্কা প্রকাশ করেছেন গুলেরিয়া। তিনি এই প্রসঙ্গে বলেন, “৪০ দিন লকডাউনের পরেও সংক্রমণের হার যখন এভাবে বেড়েছে, তখন এই বিষয়টি খুবই চিন্তার। টেস্টের সংখ্যা বাড়তে প্রচুর আক্রান্তের সংখ্যা সামনে এসেছে। এখন সরকারের উচিত রেড জোন এবং হটস্পট এলাকাগুলির উপর ভাল করে নজর দেওয়া।”


The situation in the country with corona infection is going to be more terrible.  That is the fear of Randeep Guleria, director of the All India Institute of Medical Sciences.  He said the number of corona cases would reach a final level in June-July. "Any decision at this time should be taken very carefully, keeping in mind the country's and the country's economic situation," Guleria told a news conference on Thursday.  The situation is getting worse. Therefore, the lockdown period needs to be extended further. The government must always be ready to deal with any situation.

 In addition, we need to look at how to reduce the rate of infection. ”  The number of corona infections in India is approaching 60,000 (59,72) and the death toll is 183.  The rate of corona infection has been increasing at a record rate every day since May. The infection is not going to be stopped in any way even if the lockdown continues across the country.  At the time of the nationwide lockdown on March 24, the number of corona infections in the country was 600 and the death toll was 13. But 43 days after the lockdown, the number of infections has risen to more than 50,000.

 Guleria expressed concern after the figures came to light.  "Even after 40 days of lockdowns, when the rate of infection has increased so much, this is a matter of great concern," he said.  As the number of tests increased, so did the number of victims. Now the government should pay close attention to the red zone and hotspot areas. ”


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open
নবীনতর পূর্বতন