আবহাওয়ার বড় আপডেট, কালবৈশাখী সহ আসছে বৃষ্টি এই জেলাগুলো তে এখুনি দেখুন

আবহাওয়ার বড় আপডেট, কালবৈশাখী সহ আসছে বৃষ্টি এই জেলাগুলো তে এখুনি দেখুন

নিজস্ব সংবাদদাতা, ফের বৃষ্টির সতর্কতা জারি হলো রাজ্য জুড়ে। সোমবার অবধি বৃষ্টি হওয়ার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস তবে ফের আগামী পাঁচদিনের জন্য বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশ ও বিহারে ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে ফলে তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮-৯১%। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানেও হবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়াতেও হতে পারে কালবৈশাখী।

আগামী পাঁচ থেকে সাত দিন পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়-বৃষ্টি চলতে পারে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ভারতের বাকি রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারে। ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর হাওয়া অফিস সূত্রে।


Rain warnings were issued across the state.  The meteorological office had earlier forecast rain till Monday, but the Alipore meteorological office forecast rain for the next five days.  Due to the cyclone in Bangladesh and Bihar, a large amount of water vapor has entered the state, resulting in the possibility of rain.

 The meteorological department has forecast heavy rains in North Bengal on Tuesday.  Currently the amount of water vapor in the air is 48-91%. Scattered rains and storms are expected in several districts of South Bengal in the next 24 hours.  There will also be thunderstorms in Murshidabad, Nadia, Birbhum and East and West Burdwan. There is also the possibility of sporadic Kalbaishakhi. Kalbaishakhi may also occur in two 24 parganas, Kolkata, Howrah, Hooghly, East and West Midnapore, Jhargram, Purulia and Bankura.

 In the next five to seven days, storms are expected in the eastern and northeastern states of India.  Rains are likely in Arunachal Pradesh, Assam, Meghalaya, Manipur, Mizoram, Nagaland and Tripura. Besides Bengal, storm surges are forecast in the rest of eastern Indian states of Orissa, Jharkhand and Bihar.  There is a possibility of heavy rain in Orissa, according to the weather office.


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open
নবীনতর পূর্বতন