Telegram Group Join Now
WhatsApp Group Join Now


বাংলায় একদিনে করোনা আক্রান্ত আরও ১৩০ জন, মৃত বেড়ে ৮৮



বাংলায় একদিনে করোনা আক্রান্ত আরও ১৩০ জন, মৃত বেড়ে ৮৮




হাইলাইটস




  • শুক্রবার বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১,৬৭৮ জন।

  • এদিকে, করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ জন।

  • রাজ্যে টেস্টের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।





বাংলায় নতুন করে করোনা আক্রান্তের ঘটনা অব্যহত। সেইসঙ্গে ক্রমশ দীর্ঘ হয়েছে মৃত্য়ু মিছিল। শুক্রবার রাজ্য়ে আরও ১৩০ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৬৭৮। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজ্যে ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।




এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি হয়েছেন আরও ৯ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮। আর কো-মরবিডিটিতে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের।




রাজ্য স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, করোনাকে জয় করে মোট এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩২৩ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ১,১৯৫ জন। সুস্থতার হার আগের থেকে সামান্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৯.২৫ শতাংশ। রাজ্যে হোম আইসোলেশনে আছেন ৯,৬১৮ জন। আর প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৪,৭৫৭ জন।




করোনা সংক্রমণ রুখতে টেস্টের উপরে ক্রমণ জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাজ্যে টেস্টের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত বৃহস্পতিবার ২,৬১১টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। আর শুক্রবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩,০১৫টি। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট পরীক্ষা করা হয়েছে ৩৫,৭৬৭টি নমুনা। প্রতি ১০ লক্ষের মধ্যে টেস্টের সংখ্যা ৩৯৭ জন।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now