জুনেই ফিরতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ, ডিসেম্বরে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন আসর
![]() |
জুনেই ফিরতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ, ডিসেম্বরে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন আসর |
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক : করোনা সংক্রমণরে জন্য গত ১৩ মার্চ থেকে স্থগিত রাখা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ৷ বিশ্বজুড়ে করোনা সংক্রমণের পর ইউরোপের মেজর লিগগুলির মধ্যে একমাত্র বুন্দেশলিগা শুরু হয়েছে ৷ এবার শুরু হওয়ার সম্ভাবনা ইংলিশ প্রিমিয়ার লিগ। জানা গেছে জুনেই ফের শুরু হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ ৷ এমনটাই মনে করছেন লিগের চিফ এগজিকিউটিভ রিচার্ড মাস্টার্স ৷ এই সপ্তাহ থেকেই ফুটবলাররা ছোটো ছোটো গ্রুপে ট্রেনিং শুরু করছে ৷ তাই আগামী ১২ জুন প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে ৷ চিফ এগজিকিউটিভ এদিন বলেন, ‘‘ ফুটবলারদের মাঠে ফিরে ট্রেনিং শুরু করতে দেখা সত্যই ভালো বিষয় ৷ আমরা প্রথম পদক্ষেপ করেছি৷ আমরা যদি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে না পারতাম তাহলে ট্রেনিং শুরু করা যেত না ৷ তবে এটা শুধু প্রথম পদক্ষেপ ৷ আমাদের নিরাপদ আবহাওয়া নিশ্চিত করতে হবে ৷ তবেই মাঠে ফুটবল ফেরানো সম্ভব হবে ৷’’
আরোও পড়ুন
লিগের বর্তমান পরিস্থিতি অনুযায়ী টেবিলের সবার উপরে আছে লিভারপুল ৷ দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে ২৫ পয়েন্ট বেশি আছে দা রেডসদের ৷
অন্যদিকে করোনা সংক্রমণের ওলটপালট হয়ে গেছিল আন্তর্জাতিক ব্যাডমিন্টন ক্যালেন্ডার । স্থগিত হয়ে গেছে একাধিক টুর্নামেন্ট । শুক্রবার পুনরায় নতুন ক্যালেন্ডার প্রকাশ করেছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন। নতুন সূচি অনুযায়ী ডিসেম্বরে বসতে চলেছে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনের আসর । দিল্লিতে ৮ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত হবে এই অলিম্পিক কোয়ালিফাইং টুর্নামেন্ট চলবে। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইন্ডিয়া ওপেন সুপার সিরিজের । কিন্তু করোনার কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে যায় । নতুন সূচিতে সেই টুর্নামেন্টকে ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন । বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের মহাসচিব থমাস লুন্ড বলেছেন, "ব্যাডমিন্টনের সূচি নতুন করে তৈরি করার কাজ বেশ কঠিন । ঠাসা সূচি হলেও সুরক্ষা বজায় রেখে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু করার মঞ্জুরি পাওয়া গেছে এতে আমরা খুশি । কবে আন্তর্জাতিক ক্ষেত্রে যাতায়াতের অনুমতি পাওয়া যাবে তা এই মুহূর্তে বলা খুব মুশকিল । তবে পুরোপুরি সুরক্ষিত মনে না হলে প্রতিযোগিতা শুরু হবে না ।"
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)