পবিত্র ঈদ উপলক্ষে প্রায় ৩০০ টি পরিবারের হাতে কিছু সামগ্রী বিতরণ করলেন District Social Worker
![]() |
পবিত্র ঈদ উপলক্ষে প্রায় ৩০০ টি পরিবারের হাতে কিছু সামগ্রী বিতরণ করলেন District Social Worker |
অমিয় ঘোষ,মালদা:- আজ মালদা জেলার ইংলিশবাজার শহরের রাজ হোটেল মোড়ে মালদা জেলার সকল NGO কে একত্রিত করে কিছু ৩০০ টি পরিবারের হাতে কিছু সামগ্রী তুলে দিলেন।পবিত্র ঈদ উপলক্ষে আজ শহরের সমস্ত রিক্সা চালক, দিন মজুর ও পরিযায়ী শ্রমিকের হাতে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করলেন NGO এর সদস্যরা।NGO এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নতুন প্রজন্ম, শেষ থেকে শুরু,মাতৃ শক্তি ইত্যাদি।
আরোও পড়ুন
এই বিষয়ে এক সদস্য ফিরজ রশিদ বলেন, আমরা মালদা জেলার সমস্ত NGO কে একত্রিত করে কাজ করার চেষ্টা করছি ।কারন কিছু এলাকায় আমরা বিভিন্ন NGO পৌঁছে যায় কিন্তু অন্য অসহায় মানুষের কাছে পৌঁছতে পারছি না ।তাই আমরা একত্রিত হয়ে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে পারছি।শুধু আমাদের জেলায় নয় আমাদের রাজ্যের প্রায় সব জেলাতে এই কাজ চলছে।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)