আর্থিক সংকটে দেশ! সরকারি কর্মীদের অতিরিক্ত বোনাস দেবে পশ্চিমবঙ্গ সরকার





আর্থিক সংকটে দেশ! সরকারি কর্মীদের অতিরিক্ত বোনাস দেবে মমতা সরকার




করোনায় দেশের অর্থনৈতিক ব্যবস্থার টালমাটাল অবস্থা।‌ এরমধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য বোনাস দেওয়ার কথা ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌এদিন নবান্নে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা যেনি লকডাউন চললেও, অর্থনৈতিক মন্দা দেখা দিলেও রাজ্য সরকারি কর্মচারীদের এখনো ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে। ২০২০-২০২১ অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত ৪২০০ টাকা বোনাস দেওয়া হবে।




মুখ্যমন্ত্রী আরো জানান, এবছর পাওয়ার ক্ষেত্রে ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৪,২৫০ টাকা করা হচ্ছে। অর্থাৎ ৩৪,২৫০ টাকা পর্যন্ত যাঁদের বেতন, তারা সকলে একই অঙ্কের বোনাস পাবে। এর ফলে রাজ্যের ১০ হাজার কর্মচারী উপকৃত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বোনাস দেওয়ার জন্য ৪০০ কোটি টাকা ধার্য করা হয়েছে। এর পাশাপাশি যাদের বেতন বেশি এবং যারা বোনাস পান না তাদের জন্যও ঘোষণা রেখেছেন মুখ্যমন্ত্রী। ‌ মুখ্যমন্ত্রী বলেন, ৩৪,২৫০-এর পর থেকে ৪১ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন, সেইসব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ১০ হাজার টাকা করে অগ্রিম দেওয়া হবে। তবে এটা পরে বেতন থেকে কেটে নেওয়া হবে। সমাজের শ্রেণী ও সামাজিক অনুষ্ঠানের ভিত্তিতে দেওয়া হবে এই বোনাস। এখন ঈদের সময় তাই এখন শুধুমাত্র মুসলিম কর্মীরাই এই বোনাস পাবে। এরপরে দূর্গা পুজোর সময় এলে বাঙালি কর্মীদের বোনাস দেওয়া হবে। যাঁরা পেনশন হোল্ডার, তাঁদের ক্ষেত্রেও বোনাস থাকবে। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের প্রত্যেকে ২,২০০ টাকা করে বোনাস দেওয়া হবে।




এছাড়া রাজ্য সরকারের অধীনস্থ স্বশাসিত সংস্থা বা বোর্ডের অধীনস্থ সংস্থার কর্মচারীরাও এই বোনাস বা অগ্রিম পাবেন। রাজ্য কর্মীদের জন্য বোনাস ঘোষণার পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীও ২০ লক্ষ কোটি টাকার একটি আর্থিক প্যাকেজ নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ঘোষণাকে মুখ্যমন্ত্রী ‘অশ্বডিম্ব’ বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর মতে, “কেন্দ্রের ঘোষণা সবটাই লোক দেখানো। এই প্যাকেজের ১০ লাখ কোটি আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু MSME-তে কিছু দেয়নি। করোনা মোকাবিলার ক্ষেত্রেও কোনো ঘোষণা নেই। কৃষক ও অসংগঠিত ক্ষেত্রের জন্যও কোনও ঘোষণা করছে্ না কেন্দ্র। দুর্ভোগের সময় মানুষকে ধোঁকা দিতে হয়এটা আইওয়াশ কেন্দ্রের।”




মুখ্যমন্ত্রী এদিন কিছু কথা বলতে গিয়ে কেন্দ্রের কাছে প্রশ্ন তোলেন যে, “অর্থনৈতিক মন্দা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অর্থনীতিকে চাঙ্গা করার কোনো রাস্তা নেই আপাতত। রাজ্যকে কোনো রকম আর্থিক সাহায্য দেয়নি কেন্দ্র। থমকে গেছে রাজ্য। থমকে গেছে রাজ্যবাসী বাঁচার অধিকার। এটা কি লকডাউন নাকি একেবারে লকআউট?”






এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন