লকডাউনে বিমান-ট্রেন-বাসযাত্রায় নয়া নির্দেশিকা কেন্দ্রের, সফরের আগে জেনে নিন...



লকডাউনে বিমান-ট্রেন-বাসযাত্রায় নয়া নির্দেশিকা কেন্দ্রের, সফরের আগে জেনে নিন...




হাইলাইটস




  • সফরের টিকিটের সঙ্গেই কী করবেন, আর কী করবেন না, তার তালিকায় দিয়ে দেওয়া হবে।

  • সব যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হবে।

  • কোভিড-১৯ রুখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য যে নির্দেশ পালন করতে বলা হবে, তা ঘোষণা করা হবে বিমানবন্দর/রেলস্টেশন/বাস টার্মিনাল এবং বিমান/ট্রেন/বাসে।





চতুর্থ লকডাউন চলাকালীন বিমান, ট্রেন ও বাসে অন্তর্দেশীয় সফরের ক্ষেত্রে নতুন কিছু নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। একনজরে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এই নির্দেশিকায়...




১. সফরের টিকিটের সঙ্গেই কী করবেন, আর কী করবেন না, তার তালিকায় দিয়ে দেওয়া হবে।


২. সব যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হবে।


৩. কোভিড-১৯ রুখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য যে নির্দেশ পালন করতে বলা হবে, তা ঘোষণা করা হবে বিমানবন্দর/রেলস্টেশন/বাস টার্মিনাল এবং বিমান/ট্রেন/বাসে।


৪.সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বলা হয়েছে, সব যাত্রীদের বাধ্যতামূলকভাবে থার্মাল স্ক্রিনিং করতে হবে এবং উপসর্গহীন যাত্রীদেরই সফরে অনুমতি দেওয়া হবে।


৫.সফরের সময় সব যাত্রীকে ফেস মাস্ক ব্যবহার করতে হবে। তাঁদের হাতের হাইজিন, শ্বাসপ্রশ্বাসজনিত হাইজিন ও পরিবেশগত হাইজিন রক্ষা করে চলতে হবে।


৬. বিমাবন্দর, রেলস্টেশন ও বাস টার্মিনাস নিয়মিত সংক্রমণমুক্ত করা হবে।


৭. বিমাবন্দর, রেলস্টেশন ও বাস টার্মিনাসে সোশ্যাল ডিসট্যানসিং রক্ষা করা হবে।


৮. এক্সিট পয়েন্টে থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হবে।


৯. উপসর্গহীন যাত্রীদের আগামী ১৪ দিন নিজেদের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়ে যেতে দেওয়া হবে। আর উপসর্গ দেখা গিলে জেলা প্রশাসনকে জানাতে বাধ্য থাকবেন যাত্রী।


১০. উপসর্গ দেখা দিলেই যাত্রীকে স্থানীয় আইসোলেশন সেন্টারে পাঠানো হবে। সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা হবে।


১১. উপসর্গ খুব বেশি দেখা দিলে যাত্রীকে কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হবে।


১২. আর উপসর্গ কম থাকলে যাত্রীদের বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হবে।




দেশে রোজই নিজের রেকর্ড নিজে ভাঙছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছেন ৬,৭৬৭ জন। একদিনে আক্রান্ত হওয়ার নিরিখে এটাই সর্বাধিক। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩১,৮৬৮। এই নিয়ে পরপর তিনদিন সর্বাধিক আক্রান্তের রেকর্ড ভাঙল কোভিড-১৯। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৮৬৭।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন