ময়দানে জল সংকট মেটাতে উদ্যোগ সিএবি সভাপতির, খাদ্য সংকটে দুঃস্থদের পাশে সিএবির আম্পায়ার 





ময়দানে জল সংকট মেটাতে উদ্যোগ সিএবি সভাপতির, খাদ্য সংকটে দুঃস্থদের পাশে সিএবির আম্পায়ার
ময়দানে জল সংকট মেটাতে উদ্যোগ সিএবি সভাপতির, খাদ্য সংকটে দুঃস্থদের পাশে সিএবির আম্পায়ার




নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: আমফান  বিপর্যয়ে একদিকে রাজ্যে দেখা দিয়েছে আর্থিক সংকট, অন্যদিকে জলকষ্টও শুরু হয়েছে। এই দুর্যোগের পর ময়দানের মাঠকর্মীদের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মেটাতে এবার আসরে নামলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। ময়দানের বিভিন্ন ক্লাবের মাঠ কর্মীদের এই জলসংকটে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া পাশে দাঁড়ান। সিএবি প্রেসিডেন্টের উদ্যোগে রাজস্থান ক্লাবের তরফ থেকে প্রতিটা ক্লাবের মাঠকর্মীদের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়।




আরোও পড়ুন





অন্যদিকে করোনা পরিস্থিতিতে টানা লকডাউনের জেরে ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। দেখা দিয়েছে চরম আর্থিক সংকট ও খাদ্য সংকট। তাই সংকটজনক পরিস্থিতিতে সিএবির আম্পায়ার সুবীর ব্যানার্জীর উদ্যোগে সেবাকার্যে এগিয়ে আসলেন কিছু মানবিক ব্যক্তি। দক্ষিণ কলকাতার চাঁন্দাড় ভিলেজ রোডের পার্থপ্রতিম মুখার্জী, সুব্রত সিনহা, জয়দেব সাহা ও  সুবীর ব্যানার্জী রবিবার এই সেবা কাজে অংশ নেন। এদিন স্থানীয় ৭৫ জন অসহায় মানুষকে খাদ্যসামগ্রী তুলে দেন তাঁরা। দেওয়া হয় চাল, আলু, সোয়াবিন, সরসে তেল সহ একাধিক খাদ্যসামগ্রী। আগামী দিনেও দুঃস্থদের এ ভাবেই সাহায্য করবেন বলে জানিয়েছেন সিএবির আম্পায়ার সুবীর ব্যানার্জী।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন