সোমবার থেকে বিমান চালু নয়, মমতার প্রস্তাব মানল কেন্দ্র
বাংলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এর উপর বাংলায় আছড়ে পড়েছে সাইক্লোন আমফান। লন্ডভন্ড কলকাতা সহ গোটা বাংলা। বিভিন্ন জায়গায় এখনও রাস্তার উপর পড়ে গাছ। ভেঙে গিয়েছে রাস্তাঘাট। যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে বিমান পরিষেবা শুরু হলে হতে পারে সমস্যা। আর সেই কারণে বিমান পরিষেবা কয়েকদিন পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। কেন্দ্রের কাছে এই আবেদন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের সেই প্রস্তাব মেনে নিল কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, আগামিকাল সোমবার থেকে বিমান চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্যসচিব রাজীব সিনহা বিমান চলাচল আপাতত বন্ধ রাখতে কেন্দ্রকে অনুরোধ করেছিলেন। রাজ্যের করা সেই অনুরোধের পর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল সোমবার থেকে বিমান চালানো হবে না।
এর বদলে আগামী ২৮ শে মে থেকে প্রথম দফার বিমান চলাচল কলকাতা বিমান বন্দর থেকে শুর হবে বলে জানানো হয়েছে। ২৮ তারিখ থেকে শুরু হলেও মাত্র ৫ শতাংশ বিমান চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ধীরে ধীরে বাকি বিমান ওঠানামা করবে কলকাতা বিমানবন্দর থেকে, সিদ্ধান্ত কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের।
বিধ্বংসী সাইক্লোন আমফানের পরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘূর্ণিঝড়ের ফলে ঝামেলার মধ্যে রয়েছি। এরমধ্যে বিমান চলাচল শুরু হলে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাই কয়েকদিন পরে বিমান পরিষেবা চালু করা হোক। মুখ্যমন্ত্রীর করা সেই প্রস্তাব এদিন মেনে নিল কেন্দ্রীয় সরকার
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : sangbadpratidin
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।