৮ জুন শুরু লা-লিগা, ৭ গোলে জমজমাট বুন্দেসলিগা
![]() |
৮ জুন শুরু লা-লিগা, ৭ গোলে জমজমাট বুন্দেসলিগা |
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: করোনার প্রকোপ কমতেই লা-লিগা নিয়ে সবুজ-সংকত দিল স্পেনের সরকার। মাঠে ফুটবলে ফেরার জোর প্রস্তুতিই চলছিল বেশ কিছুদিন ধরে। ৬ মে করোনা পরীক্ষা হওয়ার পর স্পেনের মাঠে অনুশীলনে ফুটবল গড়িয়েছে। মেসি তাঁর বার্সেলোনা দল নিয়ে প্রস্তুতি করেছেন। প্রথমে দলের সবাই মিলে একক অনুশীলন। এরপর চলতি সপ্তাহের সোমবার থেকে ছোট ছোট গোষ্ঠী তৈরি করে অনুশীলন হয়েছে। আর লা-লিগা শুরুর ছাড়পত্র দিয়ে দিল সরকার।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ জানিয়ে দিয়েছেন, ৮ জুন থেকে লা-লিগা ফের শুরু হতে চলেছে। ঐ দিন থেকে লিগ শুরুর সরকারি অনুমতি দেওয়া হয়েছে।
[ আরোও পড়ুন
মার্চ মাসে বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর মার্চের শুরু থেকে ইউরোপে ফুটবল বন্ধ করে দেওয়া হয়। এরপর জুনের দ্বিতীয় সপ্তাহে ৮ তারিখ সোমবার ফের ফুটবল শুরু হতে চলেছে।
অন্যদিকে লা-লিগা শুরুর ঘোষণার দিনেই ফ্যানেদের সাত গোলের ম্যাচ উপহার দিল বুন্দেসলিগা। টিভির পর্দায় ম্যাচ দেখে মন ভরে গেলো দর্শকদের। ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে ৫-২ গোলে ম্যাচ জিতল বায়ার্ন মিউনিখ। শনিবার বরুসিয়া ডর্টমুন্ড উল্ফসবুর্গকে হারিয়েছে। যার কয়েক ঘণ্টা পরেই বায়ার্ন মিউনিখ ৫-২ গোলে ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে দেয়। বায়ার্নের হয়ে লিওন গোরেৎজকা, টমাস মুলার, রবার্ট লেবানডস্কি, আলফন্সো ডেভিস গোল করেন। ফ্রাঙ্কফুর্টের ফুটবলার হিন্টেরেগার একটি আত্মঘাতী গোল করেন। একই সঙ্গে ফ্র্যাঙ্কফুর্টের হয়ে হিন্টেরেগার বায়ার্নের জালে দুবার বল জড়ান।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)