Telegram Group Join Now
WhatsApp Group Join Now


বিজনেসে ভাইরাস-এফেক্ট, সোনার ব্যবসায়ীও লকডাউনে হয়ে গেলেন সবজি বিক্রেতা!



বিজনেসে ভাইরাস-এফেক্ট, সোনার ব্যবসায়ীও লকডাউনে হয়ে গেলেন সবজি বিক্রেতা!




হাইলাইটস




  • লকডাউনের কারণেই বদলে যাচ্ছে আর্থিক পরিকাঠোমোই। বন্ধ ব্যবসা, পেশা। বহু মানুষের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

  • বাংলাতে দেখা গিয়েছিল, লকডাউনে গৃহশিক্ষকরা সবজি বিক্রি করছেন।

  • সংসার চালাতে এবার সবজি বিক্রির পথেই হাঁটলেন জয়পুরের এক স্বর্ণ ব্যবসায়ী।





করোনায় কাঁপছে বিশ্ব। অধিকাংশ দেশ করোনা থেকে রেহাই পেতে হাতিয়ার করেছে লকডাউনকেই। কিন্তু সেই লকডাউনের কারণেই বদলে যাচ্ছে আর্থিক পরিকাঠোমোই। বন্ধ ব্যবসা, পেশা। বহু মানুষের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি বাংলাতে দেখা গিয়েছিল, লকডাউনে গৃহশিক্ষকরা সবজি বিক্রি করছেন। এবার কিছুটা সেইরকম দৃশ্যের দেখা মিলল রাজস্থানের জয়পুরেও। রমরম করে চলা সোনার দোকান বন্ধ হয়ে রয়েছে, সংসার চালাতে এবার সেই সবজি বিক্রির পথেই হাঁটলেন জয়পুরের এক স্বর্ণ ব্যবসায়ী।




জানা গিয়েছে, জয়পুরের ২৫ বছর বয়সী যুবক হুকুমচাঁদ সোনি সোনার দোকান বন্ধ থাকায় এখন সবজি বিক্রি করছেন। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান। পরিবারের রোজগেরে বলতে একমাত্র হুকুমচাঁদই। সেই তিনিই এখন পেশা বদলে ফেলেছেন।




কেন এমন সিদ্ধান্ত? স্বর্ণ ব্যবসায়ী যুবক বলছেন, 'ছোট জুলেয়ারি দোকান আমার। এমনি সময়ে যা কামাই করতাম, তা দিয়ে সংসার ভালোই চলত। কিন্তু লকডাউনে আমার আয় শূন্য। সেভিংস দিয়ে কিছুদিন চালিয়েছিলাম। কিন্তু আর সম্ভব হচ্ছে না। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।'




তিনি জানেন, লকডাউনে সোনা নয়, বরং সবজি প্রয়োজন মানুষের। তাই নিজের গয়নার দোকানকেই পুরোদস্তুর সোনার দোকানের রূপ দিয়েছেন তিনি। এমনকী সোনা মাপার যন্ত্রেই মাপছেন সবজি। তাঁর সাফ কথা, 'বাড়িতে বসার চেয়ে কাজ করা ভালো। কোনও কাজই ছোট নয়।' যদিও একজন স্বর্ণ ব্যবসায়ীর এই পরিস্থিতি দেশের অর্থনীতির একটা চিত্র বলেই মনে করছেন অনেকে।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now