আকাশপথে পুস্পবৃষ্টি, বাজল ব্যান্ড! করোনা-যোদ্ধাদের স্যালুট জানাল বাহিনী
হাইলাইটস
- দেশজুড়ে করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানাতে বিশেষ প্রদর্শনী করল সশস্ত্র বাহিনী।
- যে হাজার হাজার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী-সহ অন্যান্য জরুরি পরিষেবার মানুষেরা, যাঁরা করোনার কোভিড-যুদ্ধে ব্রতী হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাল বাহিনী।
- এই নিয়ে তৃতীয় বার দেশজুড়ে করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানানো হল।
দেশজুড়ে করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানাতে বিশেষ প্রদর্শনী করল সশস্ত্র বাহিনী। যে হাজার হাজার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী-সহ অন্যান্য জরুরি পরিষেবার মানুষেরা, যাঁরা করোনার কোভিড-যুদ্ধে ব্রতী হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাল বাহিনী।
এই নিয়ে তৃতীয় বার দেশজুড়ে করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানানো হল। প্রথম দু বার হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায়। প্রথম ক্ষেত্রে দেশজুড়ে সবাই হাততালি দিয়ে ও কাঁসর-ঘণ্টা-শঙ্খ বাজিয়ে করোনা-যোদ্ধাদের সম্মান জানিয়েছিলেন। এরপর নমোরই ডাকে দ্বিতীয়বার এক রবিবার রাতে মোমবাতি ও প্রদীপের আলো জ্বালিয়ে করোনা যোদ্ধাদের প্রণাম জানায় দেশবাসী।
গত শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে হওয়া বৈঠকে সেনাবাহিনীর কুর্নিশ জানানোর পরিকল্পনা গৃহীত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ ও তিন বাহিনীর প্রধানরা।
সেই সিদ্ধান্ত মতোই রবিবার আকাশপথে পুস্পবৃষ্টি থেকে শুরু করে, যুদ্ধযানের আলো জ্বালানো, ব্যান্ড বাজানো-সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানায় ভারতীয় বাহিনী। কলকাতা থেকে শ্রীনগর, ডিব্রুগড় থেকে তিরুবনন্তপুরম - সর্বত্র দেখা যায় একই ছবি। দেশের ২৩টি করোনা হাসপাতালের উপর বায়ুসেনার হেলিকপ্টার থেকে আকাশপথে পুস্পবৃষ্টি করা হয়। আকাশপথে স্যালুট জানায় যুদ্ধবিমান Sukhoi-30s, MiG-29 ও জাগুয়ার।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Source : BanglaSonbad