মু্ম্বই-সহ মহারাষ্ট্রের হটস্পটে বাড়তে পারে লকডাউন, চলবে ৩১ মে পর্যন্ত



মু্ম্বই-সহ মহারাষ্ট্রের হটস্পটে বাড়তে পারে লকডাউন, চলবে ৩১ মে পর্যন্ত




 ১৭ মে পর্যন্ত দেশে তৃতীয় দফার লকডাউন চলবে।এরপরেও কি লকডাউনের মেয়াদ বাড়বে, এই প্রশ্নটাই এখন গোটা দেশে হটকেক।প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকের পর এমনই ইঙ্গিত মিলেছে। তবে সেই লকডাউনে 


বেশকিছু ছাড় দেওয়া হতে পারে বলে খবর। এমন পরিস্থিতিতে মহারাষ্ট্রের হটস্পটগুলিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বই, শোলাপুর, মালেগাঁও ও পুণেতে লকডাউন চলতে পারে মে মাসের শেষ পর্যন্ত। এমনই সিদ্ধান্ত নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।




করোনার দাপট অব্যাহত। বিশ্বের একাধিক দেশে এখনও মৃত্যু মিছিল চলছেই। সবচেয়ে খারাপ পরিস্থিতি আমেরিকার। এদিকে দেশে একটানা ৫০ দিন লকডাউন চলার পরেও অব্যাহত মারণ ভাইরাসের দাপট। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, ভারতে আক্রান্তের সংখ্যা  


৮২হাজারের গণ্ডি পেরিয়েছে। মৃত্যুও আড়াই হাজার পেরিয়েছে। দেশের মধ্যে সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি মহারাষ্ট্রের। সে রাজ্যেই আক্রান্তের সংখ্যা মোট সংক্রামিতের প্রায় তিন চতুর্থাংশ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। চিন্তা বাড়িয়েছে মুম্বই, পুণে। তাই সেই সমস্ত হটস্পটগুলিতে আপাতত কড়াকড়িভাবে লকডাউন পালনের ইঙ্গিত দিয়েছে মহারাষ্ট্র সরকার।




সূত্রের খবর, ১৭ মে-র পর কেন্দ্র সরকার যে নিয়ম কার্যকর করবেন, তা রাজ্যের হটস্পট বাদে সর্বত্র থাকবে। কিন্তু হটস্পটে লকডাউন শিথিল করা হবে না। বরং পুলিশ নজরদারিতে লকডাউন চলবে। দেশের অর্থনৈতিক কাজকর্মের কেন্দ্রস্থল মুম্বইয়ে লকডাউন জারি থাকলে, দেশের অর্থনীতিতে যে তার চাপ পড়বে, তা বলাই বাহুল্য।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : sangbadpratidin




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন