Telegram Group Join Now
WhatsApp Group Join Now


লকডাউনের মধ্যেই ফের কেঁপে উঠল দিল্লি, একমাসে ৪ বার!



লকডাউনের মধ্যেই ফের কেঁপে উঠল দিল্লি, একমাসে ৪ বার!




হাইলাইটস




  • এই মে মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে।

  • শুক্রবারের ভূমিকম্পের তীব্রতা ছিল ২.২ ম্যাগ্নিচিউড।

  • ভূমিকম্পের উত্‍স্যস্থল ছিল দিল্লির পিতামপুরা এলাকা।





ফের ভূমিকম্পের কবলে দিল্লি। মাত্র এক মাসের মধ্যে এই নিয়ে চতুর্থবার কেঁপে উঠল দেশের রাজধানী। করোনা আবহের মধ্যেই বারবার ভূমিকম্প নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে দিল্লিতে।




এই মে মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে। শুক্রবারের ভূমিকম্পের তীব্রতা ছিল ২.২ ম্যাগ্নিচিউড। ভূমিকম্পের উত্‍স্যস্থল ছিল দিল্লির পিতামপুরা এলাকা। সকাল ১১টা ২৮ মিনিটে উত্তর-পশ্চিম দিল্লিতে স্বল্প তীব্রতার কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।




মে মাসের শুরুতে উত্তর-পূর্ব দিল্লির ওয়াজিরপুরে অনুভূত হয় মাঝারি মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৪। এর আগে গত ১২ ও ১৩ এপ্রিল প্রায় সেই একই এলাকায় যথাক্রমে ৩.৫ ও ২.৭ মাত্রায় কম্পন অনুভূত হয়েছিল।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now