এক অবসরপ্রাপ্ত শিক্ষক অবসর সময় বাড়িতে নিজেই তৈরি করলেন ব্যাটারি চালিত মোটরবাইক

এক অবসরপ্রাপ্ত শিক্ষক অবসর সময় বাড়িতে নিজেই তৈরি করলেন ব্যাটারি চালিত মোটরবাইক

অমিয় ঘোষ:- পুরুলিয়া জেলার হুরা ব্লকের আলকারীর গ্রামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিজের হাতেই তৈরি করলেন ব্যটারী চালিত মোটর বাইক ।স্কুল শিক্ষকেরা ভালো ছাত্র গড়ার সাথে সাথে যে ভালো মোটরসাইকেল গড়তে পারে তা প্রমাণ পাওয়া গেল । পুরুলিয়া জেলার হুরা ব্লকের আলকাবীর গ্রামের প্রভাষ মাহাতো নামে এক স্কুল শিক্ষক ২০১৩ সালে অবসর নিয়েছেন কলকদি হাই স্কুল থেকে। আবসর সময় পাড়ার চায়ের  দোকানে কিংবা বাড়ির মধ্য বসে সময় কাটান নি ।তিনি রোজ বাড়ি থেকে স্কুল সাইকেল চালিয়ে যেত কিন্তু হটাৎ মনে হল যে নতুন কিছু তৈরি করা যায় ।এই ভাবতে ভাবতে তিনি ভাবলেন যে একটা মোটর সাইকেল কিনবেন কিন্তু মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়ে একটা গাড়ি কেনা দুঃস্বপ্নের ব্যপার । তাই বাড়িতে বসে নিজের হাতেই তৈরি করলেন মোটরসাইকেল।
প্রভাস বাবুর সাথে কথা বললে উনি জানান, আমার ছোট থেকেই স্বপ্ন ছিল একটা নতুন কিছু তৈরি করার।কিন্তু অর্থের অভাবে করে ওঠা হয় নি । আমি যখন স্কুল থেকে অবসর নিয় তখন যে অর্থটা পাই তাতে গাড়ি কিনলে হয়তো পরিবারের অর্থনৈতিক সমস্যা দেখা দিবে । তাই আমি ভাবলাম কি করে কম খরচে গাড়ি তৈরি করা যায় । বাড়ির পুরোনো সাইকেল ও কিছু সামগ্রী কিনে তৈরি করলাম এই গাড়িটি প্রথমে পেট্রল চালিত গাড়ি তৈরি করার কথা ভাবলেও । বর্তমানে পেট্রলের যা দাম তার থেকে ব্যটারী চার্চের মাধ্যমে গাড়ি তৈরির কথা ভাবতে বাধ্য হলাম ।তিনি আরও জানান এই গাড়িতে চার্চ করতে সময় লাগে১থেকে ১ঘন্টা ৩০ মিনিট ।ফুল চার্চ হলে গাড়ি প্রায় ৪০ কিমি চলে।

এলাকার বাসিন্দা পরিমল ব্যনার্জি বলেন , "আমাদের রাজ্যের বিভিন্ন গ্রামে এই ধরনের প্রভাস বাবু রয়েছে কিন্তু তারা গুরুত্ব পায় না ।তারা অর্থের অভাবে হারিয়ে যায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ আপনি গ্রামের এই ধরনের মানুষদের উপযুক্ত সম্মানে সম্মানিত করা।"


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন