আমফানে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য টলিউডের
![]() |
আমফানে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য টলিউডের |
নিজস্ব সংবাদদাতা, এন্টারটেনমেন্ট ডেস্ক: ভয়াবহ আমফান ঝড়ে কার্যত তছনছ হয়ে গিয়েছে বাংলা ও ওড়িশার একাধিক এলাকা। জনজীবন কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে জানা নেই কাররই। তাই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সাহায্যে এগিয়ে এসেছেন বাংলার টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। সৃজিত, রুদ্রনীল থেকে শুরু করে যশ দাশগুপ্ত, অরুণিমা ঘোষ সহলেই রাজ্যের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গড়িয়াহাটে নিজের বাড়ির সামনে বস্তিবাসীদের রেশনের চাল তুলে দিয়েছেন অভিনেত্রী অরুণিমা ঘোষ। নিজের কেন্দ্র বসিরহাটে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। সেখানকার মানুষের দুর্দশার কথা শুনেছেন। তাঁদের ক্ষয়ক্ষতির হিসেব নিয়েছেন। অন্যদিকে যাদবপুর কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তীও রাতেই কেন্দ্রের বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখেছেন। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। আম্ফান বিধ্বস্ত বাংলার জন্য সাহায্যের প্রয়োজন তাই তহবিল গড়েছেন মুখ্যমন্ত্রী। সেই তহবিলের অ্যাকাউন্ট নম্বরও জানিয়েছেন তিনি। আইসিআইসিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ৬২৮০০১০৪১০৬৬। সেখানে মুক্ত হস্তে দান করার অনুরোধ করেছেন তিনি। এই তহবিলে টলিউডের অন্যান্য কলাকুশলীরাও সাহায্যে আশ্বাস দিয়েছেন।
আরোও পড়ুন
উল্লেখ্য বাংলার ক্ষতি দেখে প্রাণ কেঁদে উঠেছিল বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের। শনিবার সকালেই টুইট করে বাংলার জন্য প্রার্থনা করার অনুরোধ করেছিলেন তিনি। বাংলার মানুষকে নিজের পরিবারের সদস্য বলে টুইটে লিখেছিলেন শাহরুখ। পাশাপাশি তাঁর আইপিএল দল কেকেআরের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের কথা জানান হয়। অন্যদিকে বলিউড অভিনেত্রী করিনা কাপুরও বাংলার জন্য প্রার্থনা করার কথা বলেছিলেন টুইটে।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)