পরিচারক সমিতির দাবি দিবস

পরিচারক সমিতির দাবি দিবস

আজ 7 ই মে সারা বাংলা দুর্গাপুর  পরিচারিকা সমিতির পক্ষ থেকে দাবি দিবস পালন করা হয়।  সাথে সাথে মাননীয়া এর কাছে স্মারকলিপি প্রদান করা হয় । এই স্মারক লিপি র প্রতিলিপি সংশ্লিষ্ট দপ্তর গুলিতে প্রেরণ করা হয় । পশ্চিম বর্ধমান জেলা শাসক ও দুর্গাপুরে মহুকুমা শাসক এর নিকট স্মারক লিপির প্রতিলিপি দেওয়া হয় অনলাইনে । আপনারা জানেন পশ্চিমবঙ্গে পরিচারিকারা বাড়িতে বাড়িতে কাজ করেন ।  এই পরিচারিকাদের লকডাউন পরিস্থিতিতে অত্যন্ত দুরবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে । প্রায় 54 দিন হতে চলল এই লকডাউন অবস্থায় পরিচারিকাদের অনেকেরই কাজ নেই , তার ফলে অনেক বাড়িতেই পরিচারিকাদের বেতন দেওয়া হচ্ছে না ,অনেককে ছাঁটাই এর সম্মুখীন হতে হচ্ছে । পরিচারিকা মা-বোনেরা অনেকেই সংসারে একক রোজগারে সংসার চালাতে বাধ্য হন ,আবার যাদের বাড়িতে স্বামী  আছেন তারা অনেকেই এই লকডাউন অবস্থায় কাজ হারিয়ে বাড়িতেই আছেন ।সংসার চালানো অত্যন্ত দুষ্কর হয়ে পড়ছে এমতাবস্থায় পরিচারিকারা দাবি তুলেছে মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এই পরিচারিকাদের মাসিক পাঁচ হাজার টাকা করে যতদিন না অবস্থা স্বাভাবিক হচ্ছে অনুদান দেওয়া হোক । সাথে সাথে সরকার ঘোষণা করুক পরিচারিকা মা-বোনেদের যাতে পুনরায় কাজে ফিরিয়ে নেওয়া হয় এবং বেতন বন্ধ না করা হয় । পরিচারিকাদের ঘরে বিদ্যুৎ বিল মুকুব করা হোক এবং রেশনে  খাদ্যশস্য ছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই সমস্ত হতদরিদ্র অনাহারক্লিষ্ট পরিচারিকাদের সরবরাহ করা হোক । পরিচারিকা সংগঠন সারা বাংলা পরিচারিকার সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবিলম্বে মদের দোকান বন্ধ করা হোক নতুবা গার্হস্থ্য হিংসা অত্যাচার আরো বৃদ্ধি পাবে।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
নবীনতর পূর্বতন