করোনাই আক্রান্ত দের বাড়ি বাড়ি গিয়ে সচেতন করলেন মিল্কী ফাঁড়ির ওসি মনিরুল বাবু
করোনাই আক্রান্ত দের বাড়ি বাড়ি গিয়ে সচেতন করলেন মিল্কী ফাঁড়ির ওসি মনিরুল বাবু |
অমিয় ঘোষ,মালদা :- মালদা জেলায় দিন দিন করোনা পজেটিভের সংখ্য বেড়েই চলেছে।এই মুহূর্তে মালদা জেলায় ৮৬ জন। তার মধ্যে ইংলিশবাজার ব্লকে ২১ জন। মিল্কি ফাঁড়ির অন্তর্গত এলাকায় রয়েছে ১৬ জন। শুধুমাত্র মিল্কি গ্রাম পঞ্চায়েতে রয়েছে ১০ জন ।তারা প্রত্যকে পরিযায়ী শ্রমিক । তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সচেতনতা করলেন মিল্কি ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম। শুধু করোনা আক্রান্তের বাড়িতে বাড়িতে নয় সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটা এলাকায় মাইকিং করা হয়।
আরোও পড়ুন
ওসি মনিরুল বাবু বলেন, আমাদের এলাকায় অনেক আক্রান্ত হয়েছে।তাই ফাঁড়ির তরফ থেকে সকল মানুষকে সচেতন করা হছে।সবাই বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন।পুলিশ প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে।
বিশিষ্ট সমাজ সেবক কল্যাণ মন্ডল মহাশয় বলেন, পুলিশ প্রশাসন নিজের পরিবার পরিজনের কথা ভুলে গিয়ে জনগনের স্বার্থ নিজেদের উৎসর্গ করেছেন।ধন্যবাদ জানাব মিল্কী ফাঁড়ির ওসি মনিরুল
বাবুকে কারন লোকডাউন এর প্রথম থেকেই যথেষ্ট পরিশ্রম করছেন।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)