সেবাকার্যে অভিনব ভাবনা নিগমানন্দ যুব সংঘের 





সেবাকার্যে অভিনব ভাবনা নিগমানন্দ যুব সংঘের
সেবাকার্যে অভিনব ভাবনা নিগমানন্দ যুব সংঘের




সৌরভ রায়, উত্তর ২৪ পরগনা : ওরা কেউ স্কুল-কলেজ পড়ুয়া, আবার কেউ কোন সংস্থায় চাকরি বা ব্যবসা করেন। তবে লকডাউনে একদিনের জন্য ওরা সকলেই সব্জি বিক্রেতা। বাজারে বসে কেউ আলু বিক্রি করছেন, তো আবার কেউ পটল বা কুমরো কিংবা বেগুন বিক্রি করছেন। পসারে ক্রেতাদের নজর কাড়ছে জিভে জল আনা কাঁচা আম কিংবা চোখে জল আনা কাঁচা লঙ্কা। তবে এখানে সব্জি কিনতে ক্রেতাদের টাকা-পয়সা লাগে না। কারণ বাস্তবে এই সব্জির দোকানে সব্জি বিক্রি নয়। দুঃস্থ মানুষদের সংকটজনক পরিস্থিতিতে সব্জি দান করা হচ্ছে। রাজ্যে একদিকে করোনা পরিস্থিতিতে দুমাস ধরে চলছে লকডাউন, অন্যদিকে সাম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণি ঝড় আমফানে মূলত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ২৪ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুর। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হালিশহর নিগমানন্দ মঠ পরিচালিত উত্তর ২৪ পরগনা নিগমানন্দ যুব সংঘের উদ্যোগে শনিবার ঠাকুরনগরে এই বাজারের ব্যবস্থা করা হয়। যেখানে বাজারে বিনামূল্যে সব্জি বিতরণ করা হয়। এদিন ঠাকুরনগর ইউনিটের উদ্যোগে ২০০ টি পরিবারকে এই সেবা দান করা হয়। 




আরোও পড়ুন





উল্লেখ্য এর আগে করোনা পরিস্থিতিতে গত দুমাস ধরে নিগমানন্দ যুব সংঘের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে সেবাকার্য। আর এবার আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদেরও একই ভাবে সেবা দান করা হল। একদিনের জন্য সব্জি বিক্রেতার ভূমিকায় এই সেবা কাজ করতে পেরে খুশি নিগমানন্দ যুব সংঘের যুবকরা।




আরোও পড়ুন






এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন