খুব তাড়াতাড়িই চালু হবে গণপরিবহণ, তবে কিছু শর্ত থাকবে: কেন্দ্র
হাইলাইটস
গণপরিবহণ চালু হলেও প্রত্যেককে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নীতিন গড়কড়ি।
কেন্দ্রীয় গাইডলাইন তৈরি করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী।
দেশের যাত্রী পরিবহণ শিল্পের সংকট ও তাদের জন্য আর্থিক প্যাকেজের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার সহানুভূতিশীল বলেও আশ্বস্ত করেছেন।
এই সময় ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই গণপরিবহন ব্য়বস্থা চালু হবে। তবে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রেখেই গাড়ি চালাতে হবে। বুধবার এমনই জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রয়োজনীয় গাইডলাইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
এদিন বাস অ্য়ান্ড কার অপারেটার্স কনফেডারেশন অফ ইন্ডিয়া'র সদস্যদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়ের সময় তিনি বলেন, 'খুব তাড়াতাড়ি গণপরিবহণ শুরু হবে। সেক্ষেত্রে সরকারের তরফে সুস্পষ্ট গাইডলাইন থাকবে।' মন্ত্রী আরও জানিয়েছেন, বাস ও গাডি চলাচল শুরু হওয়ার পরে সাধারণ মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং হাত ধোয়া, স্যানিটাইজিং, মাস্ক পরা ইত্যাদি স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলেন, তার উপরে বিশেষ জোর দিয়েছেন তিনি।
দীর্ঘদিনের লকডাউনের ফলে বিপুল সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে দেশের যাত্রী পরিবহণ শিল্প ক্ষেত্র। কেন্দ্রের কাছে ত্রাণ প্যাকেজের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিল্পমহল। এই বিষয়ে গড়কড়ি জানান, সরকার পরিবহন শিল্পের সমস্যা সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত আছে। তাদের সমস্যার সমাধানে সমস্ত ধরনের সহায়তা করা হবে বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী।
করোনা মহামারির ধাক্কায় সামগ্রিকভাবে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। এই পরিস্থিতি থেকে অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দিনরাত কাজ করছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য। গড়কড়ির আরও সংযোজন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে তিনি প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Source : BanglaSonbad