অকাল বৃষ্টির জেরে চাষীরা ক্ষতির আশঙ্কায়
কল্যাণ দত্ত : গত কয়েকদিনের বৃষ্টি এবং আজ ভোররাতে ব্যপক ঝড় ও বৃষ্টির কারনে জেলার ধানচাষিরা চরম সংকটের মুখে ।কোলাঘাট,নন্দীগ্রাম ২,ভগবানপুর ২ সহ এগরা পৌর এলাকার বিভিন্ন জায়গায় বোরো ধানের বিশাল ক্ষতি হয়েছে বলে জানা যায়। আজ ভোর রাতে প্রবল ঝড় বৃষ্টির কারণে এই বোরো ধান সহ বাদামের ক্ষতির আশংকায় ভাবিয়ে তুলেছে চাষীদের ।শুধু তাই নয় এদিকে করোনা প্রকোপের লক ডাউন, যদিও কিছু ধান পাওয়া গেলো তার উপর বৃষ্টির জলে বোরো ধানের ক্ষতি,মাথায় হাত চাষীদের। লক ডাউনের কারনে মানুষজনের কাজকর্ম না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ,তারওপর চাষের ক্ষতি।ফলে চাষিরা রীতিমতো গভীর আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।