Telegram Group Join Now
WhatsApp Group Join Now


'বাংলায় মৃত্যুহার বেশি, লকডাউনও মানা হচ্ছে না!' রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রের



'বাংলায় মৃত্যুহার বেশি, লকডাউনও মানা হচ্ছে না!' রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রের




হাইলাইটস




  • রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল আসা নিয়ে যে সংঘাত চরমে উঠেছিল, তা আরও বাড়ার ইঙ্গিত মিলল বুধবার।

  • তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুহার ১৩.০২ শতাংশ। যা দেশের যে কোন রাজ্যের তুলনায় বেশি। এর থেকে স্পষ্ট টেস্ট ঠিকঠাক হচ্ছে না।'

  • শুধু তাই নয়, লেখা হয়েছে রাজ্যে নমুনা পরীক্ষা কম হচ্ছে। নজরদারি দুর্বল। সংক্রমিতদের খুঁজে সঠিক ভাবে চিহ্নিতও করা হয়নি।





করোনা নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল আসা নিয়ে যে সংঘাত চরমে উঠেছিল, তা আরও বাড়ার ইঙ্গিত মিলল বুধবার। এ দিন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে কড়া ভাষায় ফের চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। সেখানে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুহার ১৩.০২ শতাংশ। যা দেশের যে কোন রাজ্যের তুলনায় বেশি। এর থেকে স্পষ্ট টেস্ট ঠিকঠাক হচ্ছে না।'




শুধু তাই নয়, কলকাতায় কেন্দ্রীয় দল এসে যে ভাষায় চিঠি দিয়েছিল মুখ্যসচিবকে, এদিনের চিঠির বয়ানও অনেকটা সেরকমই। লেখা হয়েছে, 'রাজ্যে কয়েকটি গোষ্ঠী লকডাউন মানছে না। লকডাউন কার্যকর করতে গিয়ে মার খেতে হচ্ছে পুলিশকেও। বাজারগুলিতে উপচে পড়ছে ভিড়। মাস্ক ছাড়াই মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।'




শুধু তাই নয়, লেখা হয়েছে রাজ্যে নমুনা পরীক্ষা কম হচ্ছে। নজরদারি দুর্বল। সংক্রমিতদের খুঁজে সঠিক ভাবে চিহ্নিতও করা হয়নি। উল্লেখ্য, দু’সপ্তাহ কলকাতায় থাকার পর দিল্লি ফেরার আগে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে মূলত এই ধরনের অভিযোগ করেছিল কেন্দ্রীয় দল। এরপর দিল্লিতে গিয়ে তাঁরা রিপোর্ট দেন। এই রিপোর্ট পাওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কড়া চিঠি রাজ্যের মুখ্য সচিবকে।




যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের এই চিঠির পরই তৃণমূল সাংসদ তথা আইএমএ-র পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেন বলেন, 'বিজেপি যা বলতে, লিখতে বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তাই করছেন। পুরোপুরি রাজনীতি করা হচ্ছে। ভুল তথ্য দেওয়া হচ্ছে। বাংলা করোনা মোকাবিলায় অন্য অনেক রাজ্যের চেয়ে এগিয়ে আছে, তাই ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে। বাংলার মানুষই জানেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা এই রাজ্যে অনেক নিরাপদে আছেন।'




শুধু তাই নয়, শান্তনু বাবুর অভিযোগ, 'ত্রুটিপূর্ণ কিট দেওয়া হচ্ছে, প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না রাজ্যকে। অসহযোগিতার এই চিত্র ঢাকতে ভুল তথ্য দিয়ে রাজনীতি করছে কেন্দ্র ও বিজেপি।'





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now