শেষমেষ আজমীর থেকে ফিরলো নিজেদের  বাড়ি



শেষমেষ আজমীর থেকে ফিরলো নিজেদের  বাড়ি




কল্যাণ দত্ত : আজমীর থেকে অবশেষে  রাজ্যে এল নব্বই জনের একটি দল।মঙ্গলবার  সকালে তাদের নিয়ে ডানকুনিতে আসে বিশেষ ট্রেন ।সেখান থেকে বাসে করে আনা হয় হাওড়াসাঁতরাগাছি  । বাস টার্মিনাল সেখানে থার্মাল গান দিয়ে তাদের শারীরিক চিকিৎসার করা হয় এরপর তাদেরকে লোকাল গাড়ি করে তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে এবং আজ রাতের মধ্যেই তাদেরকে বাড়ি গন্তব্যে পৌঁছে দেয়া হবে কিন্তু জানা গিয়েছে  এদের সকলকে হোম কোরাইন্টিনে থাকার কথা বলা হয়েছে । 











এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


নবীনতর পূর্বতন