সুইমিং কস্টিউমে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সাক্ষী মালিক, মুহূর্তেই ভাইরাল দৃশ্য
বলিউডের বড় পর্দায় ব্রেক পাওয়ার পর থেকেই মাঝেমধ্যে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যান অভিনেত্রী এবং মডেল সাক্ষী প্রধান। এক এক করে এখন ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা তেতাল্লিশ লাখ ছাড়িয়ে গেছে।
লকডাউনের মধ্যেও একাধিক ছবি এবং মোটিভেশনের ভিডিও পোস্ট করে নিউজের ভক্তদের সঙ্গে জুড়ে থেকেছেন তিনি। তবে সম্প্রতি তাঁর নতুন এমটি ছবি ভাইরাল হলো।
নিজের ইন্সটা হ্যান্ডেলে তিনি যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে দেখা যাচ্ছে সুইমিং কস্টিউম পড়ে দাঁড়িয়ে থাকতে। সাক্ষীর এই ছবিই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।