WhatsApp Channel Join Now
Google News Follow Now


করোনার টিকা আবিষ্কার হয়তো কোনোদিন নাও হতে পারে, আশঙ্কার কথা শোনালেন WHO বিশেষজ্ঞ



করোনার টিকা আবিষ্কার হয়তো কোনোদিন নাও হতে পারে, আশঙ্কার কথা শোনালেন WHO বিশেষজ্ঞ




সারা বিশ্ব জুড়ে এখন করোনাভাইরাসের টিকা আবিষ্কারের মরিয়া চেষ্টা চলছে। ১০০ টিরও বেশি টিকা নিয়ে কাজ চলছে এবং তার মধ্যে বেশ কয়েকটির হিউম্যান ট্রায়ালও শুরু হয়ে গেছে তবে এখনই করোনার টিকার আবিষ্কার নিয়ে কোনো আশার বাণী শোনাতে পারেনি কোনো দেশ।




এর মধ্যেই আরো খারাপ খবর শোনালেন WHO-এর কোভিড-১৯ গবেষণার বিশেষ দূত ডেভিড নাবারো। মার্কিন সংবাদমাধ্যম ‘CNN’-এর এক প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন, “এমন কিছু ভাইরাস আছে, যাদের বিরুদ্ধে এখনও আমরা টিকা আবিষ্কার করতে পারিনি। যেমন HIV বা ডেঙ্গু। কোভিড-১৯-এর টিকা আদৌ বেরবে কি না, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। তেমন প্রতিষেধক নাও বেরতে পারে। যদি কোনও টিকা বেরও হয়, তা হলে সেটা বাজারে আসার আগে সব পরীক্ষায় পাশ করবে কি না, তারও কোনও গ্যারান্টি দেওয়া সম্ভব নয়।”




যেমন এখনো অবধি গোটা পৃথিবীতে HIV এবং ডেঙ্গুর কোনো টিকা আবিষ্কার করা সম্ভব হয়নি। কোটি কোটি মানুষ এই দুই রোগে মারা গেলেও তাদের যেমন কোনো প্রতিষেধক এখনো মানুষের ধরা ছোঁয়ার বাইরে তেমনই করোনা ভাইরাসের টিকা ও আদৌ কোনোদিন আবিষ্কার হবে কিনা সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন