সৌদি আরবে দেখা মিলল চাঁদ। সম্ভবত রবিবার ঈদ!
![]() |
সৌদি আরবে দেখা মিলল চাঁদ। সম্ভবত রবিবার ঈদ! |
অমিয় ঘোষ,পশ্চিমবঙ্গ:- আজকে সৌদি আরবে রোজার মাসের চাঁদ দেখা যাবে না। ফলে আগামী রবিবার আমাদের দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদের হিসাব-নিকাষ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এমনই খবর দিয়েছেন রিয়াদের জ্যোতির্বিদরা।
সৌদি গেজেট জানিয়েছে, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পরিসংখ্যান বলছে, আজ সূর্যের আগেই চাঁদ ডুবে যাবে বলে মনে করা হচ্ছে। এবং আর হয়ত দেখা যাবে না। ফলে ঈদুল ফিতর উদযাপিত হবে এই রবিবার।
জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ সাইটে প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২৯ রামাদান (আজ) সূর্য ২৯৩ ডিগ্রিতে ৬টা ৩৯ মিনিটে ডুববে। আর চাঁদ ডুববে ৬টা ২৬ মিনিটে। অর্থাৎ সূর্যের ১৩ মিনিট আগেই ডুবে যাবে চাঁদ।’
আরোও পড়ুন
পর্যবেক্ষণকারী ওই সাইটে আরো বলা হয়েছে, ‘পরের দিন অর্থাৎ ৩০ রামাদান, (২৩ মে) সূর্য ২৩৯ ডিগ্রিতে ৬টা ৪০ মিনিটে অস্ত যাবে চাঁদ। আর ওই দিন ২৯৩ ডিগ্রিতে ৭টা ২৩ মিনিটে ডুবে যাবে চাঁদ। অর্থাৎ সূর্য ডোবার ৪৩ মিনিট পর পর্যন্ত দেখা যাবে নতুন চাঁদের।’
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-কাসিম উনিভার্সিটির ভূগোল বিভাগের ক্লাইমেট বিষয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মসনাদ জোর দিয়ে বলছেন, শুক্রবার মক্কায় সূর্যের ১০ মিনিট আগেই চাঁদ ডুবে যাবে। তার মানে হলো- ঈদুল ফিতর হবে এই রবিবার।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)