সমস্ত পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠানো যাবে না, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের
লকডাউনের মাঝে ছাড়ের কথা ঘোষণা করায় বাস ও ট্রেন ভাড়া করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বিভিন্ন রাজ্যে ধুম পড়ে গিয়েছে। ইতোমধ্যে একাধিক রাজ্য থেকে ট্রেন ভরতি করে পরিযায়ী শ্রমিকদের তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যগুলির এই ধরনের মনোভাবে তীব্র অসন্তোষ অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও পরিযায়ী শ্রমিক নেহাত বাড়িতে ফিরতে চাইলেই তাঁকে বাড়ি পাঠানোর উদ্দেশ্যে এই ছাড় দেওয়া হয়নি। বরং এই ছাড় দেওয়া হয়েছে সেই সমস্ত ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের জন্য যাঁরা হঠাৎ লকডাউনের ফলে আটকে পড়েছিলেন এবং সমস্যার মধ্যে পড়েছে।
পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর জন্য বিশেষ ট্রেনের আবেদন জানিয়ে বিভিন্ন রাজ্যের তরফে রেল মন্ত্রকে আবেদনের পাহাড় জমা পড়ছে। এই পরিস্থিতিতে রবিবার বিভিন্ন রাজ্যের কাছে ই-মেইল পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। যেখানে লকডাউনে এই ছাড়ের মূল উদ্দেশ্যে সম্পর্কে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, লকডাউনের ফলে সে সমস্ত শ্রমিক ভিন রাজ্যে আটকে থাকায় সমস্যার মধ্যে পড়েছেন, এই ছাড় শুধু তাঁদের জন্য। ফলে সমস্ত ভিন রাজ্যের শ্রমিককে বাড়ি পাঠানোর কোনও প্রয়োজন নেই।
এ ক্ষেত্রে কেন্দ্রের ব্যখ্যা, এমন অনেক মানুষ আছেন যাঁরা অন্য রাজ্যে বসবাস করেন বা কর্মসূত্রে অন্য স্থানে থাকেন এবং মাঝেমধ্যে নিজের বাড়িতে আসেন। শুধুমাত্র লকডাউনের যুক্তিতে তাঁদের বাড়ি পাঠানোর কোনও প্রয়োজন নেই। কিন্তু লকডাউন সম্পর্কে অবহিত না হওয়া যাঁরা আটকে পড়েছেন একমাত্র তাঁদের বাড়ি ফেরার জন্য এই ছাড় দেওয়া হয়েছে। এই প্রথম কেন্দ্রীয় সরকারের তরফে 'আটকে পড়া' শব্দের ব্যখ্যা করা হল।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Source : BanglaSonbad