লকডাউন ভাঙার অভিযোগে মালদা থেকে গ্রেফতার ২৫, উত্তরপাড়ায় আটক সবজি বিক্রেতা



লকডাউন ভাঙার অভিযোগে মালদা থেকে গ্রেফতার ২৫, উত্তরপাড়ায় আটক সবজি বিক্রেতা




 রেড জোনে করোনার সংক্রমণ বাড়তে আরও বেশি করে কনটেনমেন্ট জোন করা হচ্ছে। কিন্তু সে সবের তোয়াক্কা না-করে নাগরিকদের একাংশ যে ভাবে নানা অজুহাতে বাইরে বেরোচ্ছেন। প্রশাসনের নির্দেশ, জরুরি দরকারে নাগরিকরা বেরোতেই পারেন। কিন্তু বিনা দরকারে, নানা ছুতোয় কিছু লোক বাইরে বেরোচ্ছেন, লকডাউন-কনটেনমেন্ট জোন--- এসব তাঁরা কোনওভাবেই গুরুত্ব নিচ্ছেন না।




মালদার ইংরেজবাজার থানা এলাকার বিভিন্ন বাজারে লকডাউন ভাঙার অভিযোগে সোমবার ২৫ জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার শহরজুড়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে নামেন প্রশাসনের কর্তারা। নিয়ম না মেনে হুগলির উত্তরপাড়ায় বাজার খোলায় কয়েকজন সবজি বিক্রেতাকে আটক করল পুলিশ। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বারাসতে বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করলেন পুলিশ সুপার।




নাগরিকদের একাংশের এই আচরণে অবাক প্রশাসন। সব জায়গায় গিয়ে পুলিশ ও পুরনিগমের কর্মীরা মানুষকে ঘরে থাকার আবেদন করছেন। তবে, এই অবস্থায় বিনা দরকারে কেউ বাইরে বেরোলেই তাঁর বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে।






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন