Telegram Group Join Now
WhatsApp Group Join Now

আলু থেকে এঁচর, দাম বেশি, লকডাউনে পকেট বুঝে বাজার করুন

আলু থেকে এঁচর, দাম বেশি, লকডাউনে পকেট বুঝে বাজার করুন

নিজস্ব প্রতিবেদন, কলকাতা : সবজি : খোলা বাজারে জ্যোতি আলু – 24 টাকা প্রতিকিলো, চন্দ্রমুখী আলু 25-26 টাকা কিলো আলু, পেঁয়াজ 30 টাকা প্রতিকিলো, আদা 120 টাকা প্রতিকিলো, কুমড়ো 40 টাকা প্রতিকিলো, ফুলকপি প্রতি পিস 30 টাকা। উচ্ছে 100 টাকা প্রতিকিলো, পটল – 40 টাকা প্রতিকিলো, এঁচর – 50 টাকা প্রতিকিলো। ঢেঁড়স – 40 টাকা প্রতিকিলো বেগুন – 40 টাকা প্রতিকিলো, টমেটো 30 টাকা প্রতি কিলো, লঙ্কা 100 টাকা প্রতিকিলো, গাজর 40 টাকা প্রতিকিলো, বাঁধাকপি – 30 টাকা কিলো।

মাছ: প্রতিকেজি রুই (গোটা) 160-220 টাকা। রুই (কাটা) 200-250 টাকা, কাতলা (গোটা) 250-280টাকা, কাতলা (কাটা) 350-400টাকা, বাটা-180টাকা, ভেটকি 350-500 টাকা, গলদা চিংড়ি 800 টাকা, বাগদা 800-1000 টাকা,
মাংস: মুরগি – 160-180 টাকা কিলো।

পাইকারি বাজার সবজির দর

সবজি: জ্যোতি আলু 16-17 টাকা প্রতিকিলো, পেঁয়াজ 15 টাকা প্রতিকিলো, আদা 70 টাকা প্রতিকিলো, কুমড়ো 10 টাকা প্রতিকিলো, উচ্ছে 60-65 টাকা প্রতিকিলো, ঝিঙে 20 টাকা প্রতিকিলো, বেগুন 15 টাকা প্রতিকিলো, টমেটো 20 টাকা প্রতিকিলো, লঙ্কা 25-30 টাকা প্রতিকিলো, গাজর 20-25 টাকা প্রতিকিলো, বাধা কপি 12 টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস 10-23 টাকা, বরবটি 35–40 টাকা প্রতিকিলো, করলা 28–40 প্রতিকিলো, লাউ 8 টাকা প্রতিকিলো৷ পেপে 12-15 টাকা প্রতিকিলো


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now