আলু থেকে এঁচর, দাম বেশি, লকডাউনে পকেট বুঝে বাজার করুন

আলু থেকে এঁচর, দাম বেশি, লকডাউনে পকেট বুঝে বাজার করুন

নিজস্ব প্রতিবেদন, কলকাতা : সবজি : খোলা বাজারে জ্যোতি আলু – 24 টাকা প্রতিকিলো, চন্দ্রমুখী আলু 25-26 টাকা কিলো আলু, পেঁয়াজ 30 টাকা প্রতিকিলো, আদা 120 টাকা প্রতিকিলো, কুমড়ো 40 টাকা প্রতিকিলো, ফুলকপি প্রতি পিস 30 টাকা। উচ্ছে 100 টাকা প্রতিকিলো, পটল – 40 টাকা প্রতিকিলো, এঁচর – 50 টাকা প্রতিকিলো। ঢেঁড়স – 40 টাকা প্রতিকিলো বেগুন – 40 টাকা প্রতিকিলো, টমেটো 30 টাকা প্রতি কিলো, লঙ্কা 100 টাকা প্রতিকিলো, গাজর 40 টাকা প্রতিকিলো, বাঁধাকপি – 30 টাকা কিলো।

মাছ: প্রতিকেজি রুই (গোটা) 160-220 টাকা। রুই (কাটা) 200-250 টাকা, কাতলা (গোটা) 250-280টাকা, কাতলা (কাটা) 350-400টাকা, বাটা-180টাকা, ভেটকি 350-500 টাকা, গলদা চিংড়ি 800 টাকা, বাগদা 800-1000 টাকা,
মাংস: মুরগি – 160-180 টাকা কিলো।

পাইকারি বাজার সবজির দর

সবজি: জ্যোতি আলু 16-17 টাকা প্রতিকিলো, পেঁয়াজ 15 টাকা প্রতিকিলো, আদা 70 টাকা প্রতিকিলো, কুমড়ো 10 টাকা প্রতিকিলো, উচ্ছে 60-65 টাকা প্রতিকিলো, ঝিঙে 20 টাকা প্রতিকিলো, বেগুন 15 টাকা প্রতিকিলো, টমেটো 20 টাকা প্রতিকিলো, লঙ্কা 25-30 টাকা প্রতিকিলো, গাজর 20-25 টাকা প্রতিকিলো, বাধা কপি 12 টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস 10-23 টাকা, বরবটি 35–40 টাকা প্রতিকিলো, করলা 28–40 প্রতিকিলো, লাউ 8 টাকা প্রতিকিলো৷ পেপে 12-15 টাকা প্রতিকিলো


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
নবীনতর পূর্বতন