সরকারি চাকরি কি তুলে দিচ্ছে সরকার? কেন্দ্রীয় সংস্থায় বেসরকারিকরণে সায় দিল কেন্দ্রের মোদি সরকার! 

সরকারি চাকরি কি তুলে দিচ্ছে সরকার? কেন্দ্রীয় সংস্থায় বেসরকারিকরণে সায় দিল কেন্দ্রের মোদি সরকার!

অমিয় ঘোষ,নয়াদিল্লি: ‘আত্মনির্ভর ভারত’ করার লক্ষ্যে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং নিজেই৷ সেই ঘোষণা অনুসারে আজ পঞ্চম পর্যায়ে সরকারি সংস্থাগুলির নিয়ন্ত্রণ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা নীতিগর সিদ্ধান্তের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ সরকারের নয়া নীতির জেরে লাটে উঠতে পারে সরকারি চাকরির সুবিধা!

আজ, রবিবার পশ্চম দফায় স্বাস্থ্য থেকে শিক্ষা, শ্রমিক সমস্যা থেকে ব্যবসায়ীক ক্ষেত্রে বেশ কিছু নয়া প্যাকেজ ঘোষণা করছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন৷যার মধ্যে অন্যতম ছিল ১০০ দিনের কাজ প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে ৷ আজ নতুন করে ৪০ হাজার কোটির অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ ১০০ দিনের কাজের বরাদ্দ বৃদ্ধির জরুরি ঘোষণা হবেও সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের অনুমোদন দেওয়া ঘটনা ঘিরে নতুন করে তৈরি জমতে শুরু করেছে আশঙ্কার মেঘ চাকুরীপ্রাথীরা৷

আজ সাংবাদিক বৈঠক করে করোনা পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি ক্ষেত্র নিয়ে বেশ কিছু পরিবর্তন আনার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী সিতারামন ৷ সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণের দরজা পুরোপুরি খুলে দেওয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘‘করোনা মহামারীতে সরকারি সংস্থাগুলির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনার সময় এসে গিয়েছে৷ঠিক সেই কারণে সরকারি সংস্থাগুলির জন্য একটি বিশেষ স্ট্র্যোটেজিক সেক্টরের তালিকা তৈরি করা হবে৷ কোন কোন সংস্থাগুলিকে বেসরকারিকরণ করা হবে, বিস্তারিত তালিকা প্রকাশ করে বিলগ্নী করণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে৷’’ একই সঙ্গে সরকারি সংস্থাগুলিকে সংযুক্তিকরণের প্রক্রিয়া আরও গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী সিতারামন৷ ঠিক যে ভাবে ব্যাংকগুলি সংযুক্তিকরণ করা হয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে সরকারি সংস্থাগুলির অস্তিত্বও কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷

রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণের পথে খুলে যাওয়ায় অর্থমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, একই ক্ষেত্রে একাধিক সরকারি সংস্থা আর থাকছে না৷ কৌশল গত ভাবে চিহ্নিত করা হবে সেই সব সংস্থা কে৷ সরকারি ক্ষেত্রে নির্দিষ্ট ক্ষেত্রে ৪টির বেশি কোনও সরকারি সংস্থা রাখা হবে না জানিয়েছেন অর্থমন্ত্রী৷ হয়তো স্ট্যাটেজিক সেক্টরে অন্তত একটি সংস্থা থাকবে সরকারের হাতে৷ বাকিগুলিতে বেসরকারিকরণের অনুমোদন দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ কেন্দ্র সরকারের এই ঘোষণার পর বিশেষজ্ঞরা মনে করছেন, নয়া এই ঘোষণা কার্যকর হলে বেশিরভাগ সংস্থায় সরকারি চাকরি আর কোনও অস্তিত্ব থাকবে না৷ সরকারি সংস্থা বেসরকারি সংস্থার হাতে উঠে গেলে কর্মচারী নিয়োগ থেকে শুরু করে তাঁদের কর্মসুরক্ষা নির্ভর করবে ওই বেসরকারি সংস্থার উপর নির্ভরশীল হয়ে পড়বে৷ এমনিতেই বেহাল কর্মসংস্থান, তার উপর সরকারি সংস্থার নিয়ন্ত্রণ বেসরকারি হাতে উঠলে আরও কর্মসংস্থান তৈরির সম্ভবনা খুব কম হয়ে উঠবে না তো? প্রশ্ন তুলছে বিশেষজ্ঞদের একাংশ৷


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন