দুই মালদহ পুরসভার দায়িত্বে নিহার ও কার্তিক
![]() |
দুই মালদহ পুরসভার দায়িত্বে নিহার ও কার্তিক |
অমিয় ঘোষ,মালদা:- সব জল্পনার অবসান ঘটিয়ে পুরাতন মালদহ এবং ইংলিশ বাজার পুরসভার দুই চেয়ারম্যান পুর প্রশাসকের আসনে বসলেন রাজ্য সরকার। এদিন বিকেলে রাজ্য সরকার থেকে একটি নির্দেশিকা আসে জেলা প্রশাসকের কাছে।তাতে লেখা রয়েছে পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এবং ইংলিশ বাজারের চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ কে পুর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরাতন মালদহে চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান চন্দনা হালদারের পুর প্রশাসকের তালিকায় নাম রয়েছে। অন্যদিকে ইংলিশবাজার পুরসভায় চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ সহ ভাইস চেয়ারম্যান ও ইন কাউন্সিল এর সদস্যরা রয়েছেন।
আরোও পড়ুন
করোনা ভাইরাসের জেরে চলছে লকডাউন তাই আবহে পুর ভোট স্থগিত হয়ে যাওয়ায় পুরসভার মেয়াদ শেষের পর পুর প্রশাসকের আসনে কে বসবেন ? এ নিয়ে জল্পনা চলছিল জেলক জুড়ে। যদিও শেষ পর্যন্ত দুই চেয়ারম্যান এর উপরেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত,এই মাসের ২৫ তারিখে পুরসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার পরবর্তী সময় থেকে পুর প্রশাসকের বোর্ড চলবে এই দুই দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যানের হাত ধরেই । এবিষয়ে পুরাতন মালদহ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, পৌর প্রশাসকের দায়িত্ব পেয়েছি। এ নিয়ে একটি নির্দেশিকা এসেছে আমার কাছে। আমি আগেই বলেছিলাম সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই মাথা পেতে নেব।
ইংলিশবাজার পৌরসভার পৌর প্রশাসক মাননীয় নিহার রঞ্জন ঘোষ বলেন, আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অন্যতম সৈনিক ।মুখ্যমন্ত্রী দেওয়া দায়িত্ব পালনে আমি বদ্ধ পরিপক্ক।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)