পরিবার পিছু ২ লক্ষ টাকা, অসহায় বঙ্গবাসীর জন্য আর্থিক সাহায্য প্রধানমন্ত্রীর
![]() |
পরিবার পিছু ২ লক্ষ টাকা, অসহায় বঙ্গবাসীর জন্য আর্থিক সাহায্য প্রধানমন্ত্রীর |
জলে থইথই বিমানবন্দর, উড়ে গেছে ছাউনি, কলকাতার বইপাড়ায় অক্ষর বর্ন ভাসছে জলে, পড়ে রয়েছে কঙ্কালসার মাটির ঘর, আমফানের পর এমন চিত্রই ধরা পড়েছে।আমফানের ফলে বিপর্যস্ত হয়েছে গোটা বাংলা আর এই পরিস্থিতি খতিয়ে দেখতেই রাজ্যে প্রধানমন্ত্রী পা রাখলেন। শুক্রবার সকালেই দিল্লি থেকে বাংলায় পৌঁছান তিনি।
হেলিকপ্টারে সাইক্লোন বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করে বৈঠক করেন তিনি। আর এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান “আমি সব ঘুরে দেখেছি। বাংলা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, বাংলা যাতে ঘুরে দাঁড়াতে পারি তার জন্য ভারত সরকার কাধে কাধে মিলিয়ে কাজ করবে।”
পশ্চিমবঙ্গকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়ে তিনি জানান হাজার কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে দেওয়া হবে।
আরোও পড়ুন
এদিন রাজ্য পরিদর্শনের সময় নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকার অন্য একটি কপ্টারে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী সহ আরো অনেকে। মূলত উত্তর এবং দক্ষিণ 24 পরগনার একবারে ভেঙে পড়া এলাকাগুলি ঘুরে দেখেন তারা। দুটি হেলিকপ্টার এর মাধ্যমে আকাশ পথে চলে নজরদারি। এদিন বাংলার অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ফোন করে রাষ্ট্রপতি বলেন – “বাংলার অবস্থা দেখে চোখে জল আসছে। আশাকরি বাংলা আবার আগের অবস্থায় ঘুরে দাড়াবে।”
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)