ডুসেলডর্ফকে ৫ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। জার্মানির বুন্দেসলিগা দিয়েই ইউরোপে শুরু হয়েছে ফুটবল যজ্ঞ। আর করোনা আবহে ময়দানে ফিরেই দর্শকদের একের পর এক ম্যাচে চমক দেখাচ্ছে বায়ার্ন। লিগ শুরুর পর চার ম্যাচে বায়ার্ন এখনও পর্যন্ত ১৩টি গোল করেছে। ১৭ মে ইউনিয়ান বার্লিনের বিরুদ্ধে ২-০ গোলে বায়ার্ন ম্যাচ জেতে। এরপর ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধ ৫-২ গোলে জয়। ডর্টমুন্ডের বিরুদ্ধে ১-০ জয় ও শনিবার ডুসেলডর্ফের বিরুদ্ধে ৫ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল বায়ার্ন।
শনিবার ডুসেলডর্ফের বিরুদ্ধে বায়ার্নের স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি জোড়া গোল করেন। বঁজামা পাভা ও অ্যালফোনসো ডেভিস একটি করে গোল করেন। বিপক্ষের মাথিয়াস জোরগেনসেনের সৌজন্যে একটি আত্মঘাতী গোল হয়। ৫ গোলে ম্যাচ জয়ের ফলে লিগ তালিকায় শীর্ষেই থাকল বায়ার্ন মিউনিখ। ২৯ ম্যাচ শেষে বায়ার্নের ঝুলিতে এখন ৬৭ পয়েন্ট। অন্যদিকে ২৮ ম্যাচ শেষে ডর্টমুন্ডের ঝুলিতে সেখানে ৫৭ পয়েন্ট। ১ ম্যাচ বেশি খেল ডর্টমুন্ডের থেকে ১০ পয়েন্টে এগিয়ে মিউনিখ।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)