শামির সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট হাসিন জাহানের! তবে কী বিবাদ মেটার ইঙ্গিত?
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: ভারতীয় পেসার শামির বিরুদ্ধে পরিবারের সঙ্গে ষড়যন্ত্র করে বধূ-নির্যাতন ও ক্রিকেট সফরে গিয়ে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। মানসিক ও শারীরিক নির্যাতনেরও অভিযোগে তুলেছিলেন তিনি।
হাসিনের অভিযোগে শামির বিরুদ্ধে আইনি মামলা শুরু হয়। সেই নিয়ে আজও মামলা চলছে। আর এই অভিযোগকে কেন্দ্র করেই শামি ও হাসিনের মধ্যে সম্পর্কে চিড় ধরে। ২০১৮ সালের সেই অভিযোগের পর দু'বছর কেটে গিয়েছে। এখনও কোনও মীমাংসা হয়নি। এবার হঠাৎ করেই ইনস্টাগ্রামে শামির সঙ্গে এক পুরনো ছবি পোস্ট করলেন জাহান। ছবিতে দেখা যাচ্ছে শামি ও হাসিন দুজনেই পোশাক ছাড়া অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। ছবি দেখে বুঝে নিতে অসুবিধে হয় না, এছবি দুজনের কেরিয়ারের একেবারে গোড়ার দিকের ছবি। আর এই ছবি দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে তাহলে কী আবার কাছাকাছি আসতে চলেছেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি ও মডেলার হাসিন জাহান?
শামির সঙ্গে আইনি পথে সম্পর্ক ছিন্ন না হলেও, অভিযোগ পাল্টা অভিযোগে দুজনের মধ্যে মনের দেওয়ালে গভীর ফাটল ধরে। যারপর সেই ফাটল আর জোড়া লাগেনি। এরপর শামি ক্রিকেটে ও হাসিন মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মডেলিংয়ের ফাঁকে মাঝে মধ্যেই ফ্যানেদের আনন্দ দিতে ভিডিও বানিয়ে মজা দেন জাহান। চটুল গান কাঁটা লাগাতে নেচে একটি ভিডিও তৈরি করেন কিছুদিন আগে শামি ভক্তদের রোষের মুখেও পড়েন তিনি। আর এতদিন পর হঠাৎ করেই অন্তরঙ্গ ছবি পোস্ট করে হাসিন লেখেন 'যখন তুমি কিছুই ছিলে না তখন আমি পবিত্র ছিলাম। যখন তুমি অনেক কিছু হয়ে গিয়েছ তখন সেই আমি অপবিত্র হলাম। মিথ্যের বোরখা দিয়ে সত্যকে কোনও দিনও ঢেকে রাখা যায়নি। কুমিরের কান্না দিয়ে খুব কম সময়ের জন্যই পিঠ বাঁচানো যায়।'
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)