আল্লাহর রহম হবেই, আল্লাহ দেখবেন! রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা সাংসদ অভিনেত্রী নুসরতের
![]() |
আল্লাহর রহম হবেই, আল্লাহ দেখবেন! রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা সাংসদ অভিনেত্রী নুসরতের |
নিউজ ডেস্ক : আজ ঈদ , সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে খুশির দিন, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এইদিনে, মজজিদে একত্রে নামাজ পড়তে দেখা যায়। কিন্তু এবারের চিত্রটা আলাদা করোনা ভাইরাসের ফলে গোটা দেশব্যাপী চলছে লক ডাউন। এ সময় যেকোনো ধরনের বড় জমায়েত, কোনরকম অনুষ্ঠান বা ধর্মীয় সভা, প্রার্থনা সভা সবকিছু নিষিদ্ধ।
[ আরোও পড়ুন
সেই ঈদের বাংলার সুরক্ষা চেয়ে প্রার্থনা করলেন এবার সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। এই দিন ঈদের সকালে টুইট একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন ঈদ অন্যবারের মতো মোবারক নয় তবুও বাংলার ভাই বোন এর শুভেচ্ছা জানাই। তিনি আশা করে বলেন যে সবাই মিলে একসঙ্গে দোয়া করি যাতে বাংলার আবার প্রাণ ফিরে পায় আশ্বাসের সুরে নুসরাত বলেন আল্লাহর রহম হবেই আল্লাহ দেখবেন। এই সময়ই মন খারাপ না করে সবাই একসাথে মিলে লড়াই করার বাতাও দিয়েছেন তিনি বলেছেন মনটাকে শক্ত রাখুন এই লড়াইয়ে আমরা সবাই একসাথে আছি এই লড়াই আমরা জিতব।
ভয়াবহ সুপার সাইক্লোন বিধ্বস্ত হয়েছে বাংলা 100 মানুষের মৃত্যু হয়েছে, এখনো রাজ্যের অনেক জায়গায় বিদ্যুৎ নেই, জল নেই, পাশাপাশি করোনা ভাইরাসের প্রকোপ তো আছেই তাই বাংলার মানুষের সুস্থতা কামনার কথা বলেছেন তিনি।
নুসরাত ভিডিও বার্তায় বলেছেন আজ উৎসব পালন করুন নিজের বাড়িতে থেকে। ঈশ্বর বা আল্লাহকে ডাকুন ঘরের ভেতর থেকে তিনি সর্বত্র বিরাজমান। অন্তর থেকে ডাক দিলে সকলের কথা শুনবেন।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)