৩০ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল হিমাচল



৩০ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল হিমাচল




হাইলাইটস




  • লকডাউনের মেয়াদ আরও পাঁচ সপ্তাহ বাড়িয়ে দিল হিমাচল প্রদেশ।

  • সে রাজ্যের সরকার ঘোষণা করেছে, করোনার সংক্রমণ রুখতে তারা ৩০ জুন পর্যন্ত লকডাউন বজায় রাখবে।





লকডাউনের মেয়াদ আরও পাঁচ সপ্তাহ বাড়িয়ে দিল হিমাচল প্রদেশ। সে রাজ্যের সরকার ঘোষণা করেছে, করোনার সংক্রমণ রুখতে তারা ৩০ জুন পর্যন্ত লকডাউন বজায় রাখবে।




জয় রাম ঠাকুরের নেতৃত্বাধীন হিমাচলের বিজেপি শাসিত সরকার জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত সে রাজ্যের ১২টি জেলাতেই লকডাউন থাকবে। এখনও পর্যন্ত পাহাড়ি এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১৪। মৃত্যু হয়েছে ৫ জনের। সেরে উঠেছেন ৬৩ জন। হিমাচলের করোনা আক্রান্তদের মধ্যে এক-চতুর্থাংশই হামিরপুরের। এখনও পর্যন্ত হামিরপুরে আক্রান্ত হয়েছেন ৬৩ জন এবং সোলানে ২১ জন।




গোটা দেশ যখন ধীরে ধীরে লকডাউন শিথিল করছে, কেন্দ্র অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করেছে, সেই সময়ই লকডাউনের মেয়াদ একেবারে পাঁচ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল হিমাচল। এতদিন শুধুমাত্র মহারাষ্ট্রই লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করেছিল।




যদিও চতুর্থ দফার লকডাউনের মধ্যেও ভারতে করোনা সংক্রমণের ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত দু'দিনে দেশে নয়া আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ। এই ধারা অব্যহত থাকলে আগামী বুধবারের মধ্যে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজারের গণ্ডি টপকে যাবে। সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন পরিসংখ্যান বিশেষজ্ঞরা।




কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, সোমবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬,৯৭৭ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতির সন্ধান পাওয়া গিয়েছে, যা রেকর্ড। সব মিলিয়ে সর্বাধিক করোনা আক্রান্ত বিশ্বের ১০ আক্রান্ত দেশের তালিকায় ভারতও ঢুকে পড়েছে। ভারতের নাম ১০ নম্বরে। আর তালিকায় শীর্ষে আছে আমেরিকা। অন্য দেশগুলি হল ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি ও তুরস্ক।




এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,০২১। ওয়ার্ল্ডমিটারস-এর তথ্য অনুসারে, মৃতের সংখ্যার নিরিখে বিশ্বে ভারতের স্থান ১৫ নম্বরে।




ভারতে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, ২ দিনেই আক্রান্তের সংখ্যা পৌঁছে যাবে দেড় লাখে!





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : sangbadpratidin




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন