করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন বৃহন্নলা, মৃত্যু হতেই সাগর দত্ত হাসপাতাল ভাঙচুর



করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন বৃহন্নলা, মৃত্যু হতেই সাগর দত্ত হাসপাতাল ভাঙচুর




এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক সদস্য হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশনে চিকিত্সাধীন ছিলেন।




তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। কিন্তু শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। এরপরই ওই রোগীর সঙ্গীরা হামলা চালান হাসপাতালে, এমনটাই অইভিজগ। আইসোলেশন ওয়ার্ড, হাসপাতালের চেয়ার টেবিল ভাঙচুর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন