বাবা কে রুগী সাজিয়ে অ্যাম্বুলেন্স করে লকডাউনে বিয়ে করতে গেলো পাত্র
করোনা পরিস্থিতির মধ্যে সারা দেশ এখন রয়েছে লকডাউনে। যে কোনই সামাজিক উৎসব এই সময় সারা দেশ জুড়ে নিষিদ্ধ। কবে সেই অনুমতি মিলবে তা নিয়ে ধন্দে সবাই তবে এর মধ্যে তো আর বিয়ে ফেলে রাখা যায়না।
আর এই পরিস্থিতির মধ্যেই বিয়ে করতে মরিয়া উত্তরপ্রদেশের ২৬ বছরের এক যুবক অভিনব সিদ্ধান্ত নিল। এম্বুলেন্স ভাড়া করে বাবাকে তার স্ত্রেচারে শুইয়ে সেলাইনের নল লাগিয়ে সে ছুটলো দিল্লি। অথচ তার বাড়ি হটস্পট এলাকায়। গত সোমবার সেখান থেকে পাঁচজন নতুন করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে।
তবে নতুন বিয়ে নিয়ে ফেরার পথে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে যায় যুবক। তার গোটা পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানোর পাশাপশি বিয়ের সমস্ত জোগাড়কে বানচাল করে দিয়েছে পুলিশ।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।