পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখাল ডি ওয়াই এফ আই

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখাল ডি ওয়াই এফ আই

জৈদুল সেখ, বহরমপুর : লকউডের প্রথম থেকেই বামপন্থী সংগঠনের জোরালো দাবি উঠে বাংলার শ্রমিকরা বিভিন্ন রাজ্যে অসহায় অবস্থায় আছে, কেউ দু মুঠো খাবারও পাচ্ছে না, তাই সেই সমস্ত শ্রমিকদের ঘরে ফেরার জন্য বার বার নবান্ন চিঠি দিয়েছে, কিন্তু তৃণমূল সরকারের সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে উদ্দ্যোগ নেয়নি বলে বার বার অভিযোগ তুলেছে সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 

আজ দশটা নাগাদ বহরমপুর প্রশাসনিক ভবনের গেটের সামনে গলাই প্লাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখাল মুর্শিদাবাদ জেলা ডি,ওয়াই,এফ,আই এর কর্মীরা।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহার দাবি অবিলম্বে রাজ্যের তথা মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে এবং সেটাও বিনা খরচে নিয়ে আসার দাবি তাদের পাশাপাশি সকল পরিযায়ী শ্রমিক ছাত্র-ছাত্রী পুণ্যার্থী যাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে তাদের সরকারি ভাবে চৌদ্দ দিনের জন্য কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করতে হবে তাদের প্রত্যেকের টেস্ট করতে হবে।
প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ তাদের আশ্বাস এরপরে উঠে যায় বিক্ষোভ।

যদি ব্যবস্থা না করে তাহলে আবারও রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা বলা হয়েছে।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন