লাইট-ক্যামেরা-অ্যাকশনের অপেক্ষায় টলিউড, শুটিং শুরু পরের সপ্তাহে?  



লাইট-ক্যামেরা-অ্যাকশনের অপেক্ষায় টলিউড, শুটিং শুরু পরের সপ্তাহে?




নিজস্ব সংবাদদাতা, এন্টারটেনমেন্ট ডেস্ক: লকডাউন শিথিল করা নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণার পরই কাজে ফেরার অপেক্ষায় স্টুডিও পাড়া। সূত্রের খবর আর মাত্র কয়েক দিনের মধ্যেই আবার টালিগঞ্জের স্টুডিওতে শোনা যেতে পারে লাইট, ক্যামেরা, অ্যাকশন এর শব্দ। তবে সামাজিক দূরত্ব মেনে ও কম সংখ্যক লোক নিয়ে কাজ করতে হতে পারে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ব্যাপকভাবে বদল আসতে পারে শুটিং এর প্রচলিত প্রথায়। বলিউডেও ইতিমধ্যেই  শুটিং শুরু হয়ে গিয়েছে। দিন কয়েক আগে মুম্বইয়ের কমলিস্তান স্টুডিয়োতে স্বাস্থ্যমন্ত্রকের এক সচেতনতা মূলক বিজ্ঞাপন শুট করেছেন অভিনেতা অক্ষয় কুমার। শুটিং টিমের তরফ থেকে জানান হয়েছিল, সেটে মাত্র কুড়ি জন লোক ছিলেন। অক্ষয় নিজেই গাড়ি চালিয়ে শুটিংয়ে এসেছিলেন। নিজের বাড়িতেই করেছিলেন মেকআপ। সকলের তাপমাত্রা পরীক্ষার জন্য সেটে উপস্থিত ছিলেন ডাক্তারও। রাখা হয়েছিল অ্যাম্বুল্যান্সও। 




বলিউড এবং দক্ষিণি ছবির শুটিং শুরু হওয়ায় আর পিছিয়ে থাকতে চাইছে না টলিউডও। ইতিমধ্যেই বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে ফেডারেশন, ইম্পা, আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড এবং বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষের তরফে একটি বৈঠক করা হয়। সেই বৈঠকে জানান হয়, আগামী ৪ জুন শুটিং আবার শুরু করার ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনার দিকে হাঁটতে পারে টলিউড। অর্থাৎ অচল ইন্ডাস্ট্রিকে পুনরায় চালু করার জন্য কিছু নিয়মকানুন মেনে আবারও শুরু হতে পারে শুটিং। কারন দীর্ঘদিন লকডাউনে অভিনয় বন্ধ থাকায় বাংলা চলচ্চিত্রে অন্তত দুশো থেকে তিনশো কোটির ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চরম আর্থিক সংকটে রয়েছেন কলাকুশলী থেকে টেকনিশিয়ান সকলেই।








এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন