মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক
আজবাংলা মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েলের মা হওযার খবর সামনে আসে মাস খানেক আগে। তারপর দেশজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী ভাইরাস করোনা। ফলে অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন পরিবারের সদস্য থেকে অনুরাগীরা।
তার উপর কোয়েলের ডেলিভারি ডেটও পড়ে এর মধ্যেই পড়ে। ফলে স্বাস্থ্য নিয়ে চিন্তা বেড়েই যায়। কিন্তু সন্তান জন্মের পর কোনও সমস্যাই হয়নি। পার্ক স্ট্রিটের একটি হাসপাতালে ভরতি ছিলেন অভিনেত্রী। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় পুত্র সপ্তানের জন্ম দেন তিনি। এখন দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২০১৩ সালে প্রযোজক নিশপাল সিংকে বিয়ে করেন কোয়েল৷ তারপরে সিনেমা জগত থেকে কিছুটা আলাদা হয়ে সংসারে মন৷ অভিনেত্রী বলে কথা, তাই তো পর পর দারুণ ছবিতে কামব্যাক কোয়েলের ৷ ফিরে এসেও বক্স অফিসে হিট ৷ তবে এবার জীবন নতুন দিকে টার্ন ৷ রুপোলি পর্দায় নয়, নায়িকা বাস্তব জীবনে হলেন সন্তানের মা ৷
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।