একটু নিজের সম্পর্কে "মৃন্ময়ী বসাক - Mrinmoyee Basak"
পরিচিতি (মৃন্ময়ী বসাক) : নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়ী বসাক - Mrinmoyee Basak "এখন বাংলা" ওয়েবসাইটের মাধ্যমে "একটু নিজের সম্পর্কে" লেখলাম। আমি একজন গৃহিনী, কলকাতায় বাস করি।
কি করতে ভালোবাসি (মৃন্ময়ী বসাক) : সবসময় সবকিছুরেই পরিবর্তন পছন্দ করি । চখের শেষ নেই, কখনো এটা, কখনো সেটা। লোকে করা কাজটা একটু আলাদাভাবে নিজের মত করে করতে ভালোবাসি । ঘূরতে যাওয়াটা খুউব পছন্দ করি । আমার পছন্দটা শুধু আমার পছন্দ, লোকের পছন্দকে কখনোই প্রাধান্য দি না ।
কি খেতে ভালোবাসি (মৃন্ময়ী বসাক) : নতূন নতূন খাবার খেতে ভালোবাসি আর রান্না করতেও । একটু বাইরের খাবার খেতে বেশি পছন্দ করি।
কি পড়তে ভালোবাসি (মৃন্ময়ী বসাক) : ড্রেসের প্রতি পছন্দ দুর্বলতা আছে । একটা ড্রেস একবার পড়লেই মনে হয় পুরনো হৈয়ে গেল । ঘূরতে যেমন ভালোবাসি আলাদা আলাদা জায়গায় তেমন আলাদা আলাদা ড্রেসআপো করতে ভালোবাসি ।
আনন্দের সময়গুলো কিভাবে কাটায় (মৃন্ময়ী বসাক) : বন্ধুদের সাথে কথা বলে, shopping করে, গান শূনে ।
দুঃখের সময় (মৃন্ময়ী বসাক) : দুঃখটা মনে হয় শুধুই আমার । কারোর সাথে করতে চাই না । আমি নিজের উপর খুউব বিশ্বাসী । যা ভাবি বা করি সবই নিজের ডিসিসন ।
আমার হবি (মৃন্ময়ী বসাক) : আমি গান করতে, ছবি আঁকতে এবং কবিতা লিখতে খুব ভালবাসি। আমার লেখা একটা কবিতা আপনাদের সামনে তুলে ধরলাম।
কি করতে ভালো পারি (মৃন্ময়ী বসাক) : Modified করতে ভালো পারি সেটা রান্না হউক, ড্রেস বা অন্ন কিছু । সবটাই modified করে নিজের মত করে নি।
কি করতে পারি না (মৃন্ময়ী বসাক) : ঝগড়া করতে পারিনা একদম (except with my husband😛) খুউব শান্তিভাবে থাকতে চাই।
লকডাউন
নিঃশব্দ কোলাহল
শূন্য আজ জনপথ,
অভিশপ্ত পৃথিবী
থমকে গেছে সময়ের রথ |
জংধরা বিকেল আজ
ঝিম ধরা বেলা......
চলছে চৌদিকে
শুধু মৃতুর খেলা |
ছেড়া ভাঙ্গা জীবনটার
নেই কোনো সীমানা
আজ হলো একলা
সবার ঠিকানা |
কোথায় হারিয়ে গেল
খোলা হাসি উল্লাস
ঘরবন্দী জীবন
প্রলয়ের মহাত্রাস |
জীবন আজ চুরমার
অনিয়ম উচ্ছৃঙ্খল...
দুঃখের কুয়াশা ঢাকা
বিচ্ছেদের অনল |
দৃষ্টি শিথিল, নিরাশ দুচোখে
তাকিয়ে আছি দূরে............
আসবে কবে (?)আলোর ভোর
আধাঁর যাবে চড়ে |
স্বপ্নের প্লাবন নেমে
অশ্রুর বন্যা থেমে
কেটে যাবে কবে??
কালো মেঘের আড়াল...
জালনা খুলে দেখবো
সেইদিন...
এক সুন্দর মিষ্টি সকাল...||
আমার সাথে যোগাযোগ (মৃন্ময়ী বসাক) : আমার ফেসবুক প্রোফাইল আইডি https://www.facebook.com/mrinmoyee.basak.1
এবার আপনার সম্পর্কে সারা বাংলা জানান, যদি আপনি নিজের সম্পর্কে কিছু লিখতে চান তাহলে আমাদের এই WhatsApp No. 9476288780 এ পাঠান এবং আমরা আপনার লেখা পাঠাবো সারা বাংলা।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।