‘মদে ৭০% কর দিতে আপত্তি নেই, এটা দেশের জন্য আমাদের দান’- মদের লম্বা লাইনে দাঁড়িয়ে রেগে আগুন গ্রাহকের ভিডিও ভাইরাল



‘মদে ৭০% কর দিতে আপত্তি নেই, এটা দেশের জন্য আমাদের দান’- মদের লম্বা লাইনে দাঁড়িয়ে রেগে আগুন গ্রাহকের ভিডিও ভাইরাল




নয়াদিল্লি: সারা দেশ এখন লকডাউনের তৃতীয় পর্বে এই অবস্থায় বেশ কিছু জিনিসে ছাড় দিয়েছে সরকার ৷ প্রথম ও দ্বিতীয় পর্বের লকডাউনে সারা দেশ জুড়ে পুরোপুরি বন্ধ ছিল মদের দোকান ৷ বিভিন্ন সরকার , সাধারণ মানুষ এই নিয়ে অসুবিধায় থাকলেও তা খোলার অনুমতি দেয়নি সরকার ৷ কিন্তু তৃতীয় পর্বের লকডাউনে একমাত্র কনটেইমেন্ট জোন বাদ দিয়ে বিশেষ অনুমতি সাপেক্ষে রেড জোনে স্ট্যান্ড অ্যালোন মদের দোকান খোলার অনুমতি মিলছে ৷ আর অনুমতি সাপেক্ষে মদের দোকান খুলছে অরেঞ্জ ও গ্রিন জোনেও ৷




সোমবার থেকে মদের দোকান খোলার পরেই সর্বত্রই ছবিটা এক সমস্ত মদের দোকানের বাইরে লম্বা লাইন লাগিয়েছেন মদ্যপায়ীরা ৷ কোথাও ছড়িয়েছে উত্তেজনা, কোথাও আবার মদ পেয়ে হচ্ছে সেলিব্রেশন ৷ এদিকে সরকার থেকে মদের ওপর ৭০ শতাংশ ট্যাক্সও লাগানো হয়েছে ৷ কিন্তু এরপরেও ভিড় কমেনি ৷ এই মুহূর্তে দিল্লির একটি মদের দোকানের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকের ভিডিও হয়েছে ভাইরাল ৷




এই মুহূর্তে মদের দোকান খোলার জন্য বিভিন্ন রাজ্য সরকার সময় বেঁধে দিয়েছে ৷ দিল্লিতে সকাল নটা থেকে দোকান খোলার কথা হলেও মানুষ নিজেদের সুরা তৃষ্ণা মেটানোর জন্য ভোররাত থেকে লাইন দিচ্ছেন ৷ কিন্তু সে সময় থেকে পুলিশ বা প্রশাসনের কোনও ব্যক্তি থাকছেন না ৷ সাধারণ ক্রেতারা মনে করছেন এরপর লাইনে গণ্ডগোল অশান্তি চরমে পৌঁছতে পারে ৷ দেখে নিন সেই ক্রেতার ভিডিও যা এখন ভাইরাল ৷










এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


নবীনতর পূর্বতন