লকডাউনের নিয়ম উপেক্ষা করে ক্রিকেট ম্যাচ খেলতে হাজির দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি, গাইলেন 'রিঙ্কিয়াকে পাপা'





লকডাউনের নিয়ম উপেক্ষা করে ক্রিকেট ম্যাচ খেলতে হাজির দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি, গাইলেন 'রিঙ্কিয়াকে পাপা'
লকডাউনের নিয়ম উপেক্ষা করে ক্রিকেট ম্যাচ খেলতে হাজির দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি, গাইলেন 'রিঙ্কিয়াকে পাপা'




নিউজ ডেস্ক, হরিয়ানা : করোনা রুখতে আপাতত মোক্ষম দাওয়াই সামাজি দূরত্বই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বারবার ঘোষণা করেছিলেন সামাজিক দূরত্ব মেনে চলতে। এদিকে তাঁর দলের লোকেদেরই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। সোমবার সোনিপাত জেলার শেখপুরায় একটি একাডেমিতে বিজেপি সাংসদ ও দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারি (Manoj Tiwari) ক্রিকেটের জার্সি পড়ে মুখে মাস্ক না পড়ে মাঠে খেলতে নেমে যান। ম্যাচটিতে না মানা হয়েছে সামাজিক দূরত্ব, না করোনাভাইরাস লকডাউনের জন্য আরোপিত সরকারি নির্দেশিকা।





খবর অনুযায়ী, মনোজ তিওয়ারি লকডাউন নিয়ম লঙ্ঘন করে হরিয়ানায় (Haryana)  সোনিপাতে (Sonipat) ক্রিকেট খেলতে পৌঁছে যান। এদিকে দিল্লি ও হরিয়ানা দুটি রাজ্যের সীমানা সিল করে দেওয়া হয়েছে করোনভাইরাস ছড়িয়ে পড়ার পরই। শুধু খেলাই নয়, সোনিপাতে অনুষ্ঠানের সময় তাঁকে গান গাইতেও দেখা যায়। ভারত মাতার গানের পাশাপাশি ছিল 'রিঙ্কিয়াকে পাপা'-ও। লকডাউনের নিয়ম উপেক্ষা করে উৎসবের আমেজ। সেলফি তোলার জন্য মুখে মাস্ক না পরে একদল মানুষের সঙ্গে কথোপকথন করতেও দেখা যায় তাঁকে। আরও পড়ুন, প্রয়াত কিংবদন্তী হকি খেলোয়াড় বলবীর সিং সিনিয়র, টুইটারে শোকবার্তা প্রধানমন্ত্রীর।





কোভিড -১৯ সংক্রমণ বাড়ার পরে এপ্রিলের শেষ সপ্তাহে হরিয়ানা সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। ২৮ এপ্রিল হরিয়ানার মন্ত্রী অনিল বিজ দাবি করেছিলেন যে সীমান্ত সিল করা না থাকলে করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিষয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আটকানো যাবে না। পাশাপাশি হরিয়ানায় প্রবেশকারীদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এরপরেও এই ঘটনায় সত্যিই আশ্চর্য সকলে। কেন্দ্র সরকারের নাকের ডগা দিয়ে শাসক দলেরই কর্মীর এই কাণ্ড দেখে অবাক সকলে।









আরোও পড়ুন







এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন