চার হাজার দুঃস্থদের পাশে এসে দাঁড়ালেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার !
![]() |
চার হাজার দুঃস্থদের পাশে এসে দাঁড়ালেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার ! |
নিউজ ডেস্ক : এই মহামা’রিতে ক্রিকেটের কিংবদন্তী থেকে সিনেমার বাদশা সবাই এসে দাঁড়িয়েছেন মানুষের পাশে। সাহায্যের সাথে বাড়াচ্ছেন মনোবল।
শচীন রমেশ তেন্ডুলকর, যিনি ক্রিকেটের ঈশ্বর নামে পরিচিত, ঈশ্বররূপে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন বার বার। ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপরেশনের চার হাজার দুঃস্থ মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এলেন তিনি। মুম্বাই এর হাইফাইভ ইউথ ফাউন্ডেশন নামক একটি সংস্থায় তাঁর ডোনেশনটি পৌঁছে দেবেন মুম্বাইয়ের দিন দিনমজুর মানুষদের মধ্যে।
আরোও পড়ুন
সংস্থাটি টুইট করে জানিয়েছেন- “ধন্যবাদ শচীন তেন্ডুলকর! করোনার জন্য আপনার দেওয়া ডোনেশনটি আমরা বি.এম.সি. বিদ্যালয় এর বিদ্যার্থীসহ চারহাজার দুস্থদের মধ্যে পৌঁছে দেব। ধন্যবাদ ক্রিকেট কিংবদন্তী, লিটিল মাস্টার!”
ক্রিকেট ঈশ্বর নিজে রিপ্লাই করেছেন- “শুভেচ্ছা জানাই হাইফাইভ এর দলকে। দৈনিক আয়কারীদের পাশে দাঁড়ানোর তাদের প্রচেষ্টাকে কুর্নিশ।”
এপ্রিল মাসে এই অবসর প্রাপ্ত ব্যাটসম্যান মুম্বাইয়ের শিবাজিনগর ও গোভান্ডির পাঁচ হাজার মানুষকে সাহায্য করেছেন আপনালয়া নামক এনজিওর মাধ্যমে। আরও কিছুদিন আগে তিনি প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ফান্ডে পঁচিশ লক্ষ করে ডোনেশন দিয়েছেন করো’না মহামারী মোকাবিলার জন্য।
লিটিল মাস্টার বার বার অনুরোধ করেছেন করো’না থেকে বাঁচার (WHO এর) নিয়মাবলী মেনে চলে বাড়ির মধ্যে থাকার জন্য। এই মহামা’রীতে যেভাবে তিনি গরীব, অসহায়দের পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছেন তাতে তিনি অসহায়দের কাছে ভগবানের স্বরূপ।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)