BREAKING: দেশে করোনা আক্রান্ত বেড়ে ৬৭ হাজার, মৃত ২২০৬



   


BREAKING: দেশে করোনা আক্রান্ত বেড়ে ৬৭ হাজার, মৃত ২২০৬

 


 দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একধাক্কায় ৬৭ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ২২০৬ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে।




মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২০৬ জনের। বর্তমানে দেশজুড়ে অ্যাক্টিভ কেস রয়েছে ৪৪ হাজার ২৯ টি।




সোমবারের পাওয়া তথ্য বলছে রবিবারে দেশে করোনা সংক্রমণের হার সর্বাধিক। আক্রান্ত হয়েছেন ৪২১৩ জন। যা কিনা এখন অবধি রেকর্ড।




অন্যদিকে দেশের মধ্যে এখনও সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরেই এই তালিকায় রয়েছে গুজরাত, ৩ নম্বরে জায়গা নিয়েছে রাজধানী দিল্লি।




অন্যদিকে হু জানিয়েছে, ভারত করোনায় আক্রান্ত হওয়ার কারণে জুলাই-শেষের দিকে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছাবে। জুলাইয়ের শেষে হবে সর্বোচ্চ সংক্রমণ। এরপরই ভারত আসতে আসতে করোনা মুক্ত হবে বা সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলা টিমের বিশেষ সদস্য ডাঃ ডেভিড ন্যাবারো।




তবে লকডাউনের মধ্যেই যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রবিবার নিজের টুইটে একথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। প্রাথমিকভাবে দিনে ১৫ টি করে ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।




প্রাথমিকভাবে এই ট্রেনগুলি চালানো হবে দিল্লি থেকে। রাজধানী শহর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে যাবে এইসব যাত্রীবাহী ট্রেন। ১১ মে বিকেল ৪ টে থেকে শুরু হবে রেলের বুকিং।




যাদের শরীরে করোনার কোনও উপসর্গ নেই, তাদেরকেই স্টেশনে ঢুকতে দেওয়া হবে ও ট্রেনে উঠতে দেওয়া হবে। প্রত্যেক যাত্রীকে স্ক্রিনিং করা হবে। এছাড়া যাত্রীরা মাস্ক পরে, তবেই ট্রেনে উঠতে পারবেন।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : sangbadpratidin




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন